

আইসিসি ২১ জুলাই তাদের সাপ্তাহিক র্যাংকিং হালনাগাদ করেছে। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ক্রিকেটারদের অবস্থানে রদবদল এসেছে।
পাকিস্তানের ওপেনার, উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোনদের বড়সড় উন্নতি হয়েছে। ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে এই দুই ব্যাটসম্যান নিজ নিজ দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন।
সিরিজে ১৭৬ রান করে ক্যারিয়ার সেরা ৭ নম্বরে উঠে এসেছেন রিজওয়ান। ২৯ বছর বয়সী রিজওয়ান এগিয়েছেন ৪ ধাপ।
লিয়াম লিভিংস্টোন দিয়েছেন লম্বা লাফ, ১৪৪ ধাপ এগিয়েছেন তিনি। ২৭ বছর বয়সী লিভিংস্টোন সিরিজে এক সেঞ্চুরি সহ করেছেন ১৪৭ রান।
হালনাগাদকৃত র্যাংকিংয়ে আমলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার শেষ দুই ম্যাচ ও আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ১ম ম্যাচ।
উইন্ডিজ ওপেনার এভিন লুইস ৩১ ও ৭৯ রান করে ১০ থেকে ৮ নম্বরে উঠে এসেছেন। প্রোটিয়া ব্যাটসম্যান এইডেন মার্করাম ৪ ধাপ এগিয়ে আছেন ১৫ নম্বরে। ইংল্যান্ডের জেসন রয় ৭ ধাপ এগিয়ে আছেন ১৭ নম্বরে। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ৪৬ ধাপ এগিয়ে আছেন ৩৭ নম্বরে। আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর ১১ ধাপ এগিয়ে ৮৩ নম্বরে উঠে এসেছেন। ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্স ১৩ ধাপ এগিয়ে ৫১ ও নিকোলাস পুরান ১৬ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে আছেন।
বোলারদের মধ্যে পাকিস্তানের বাঁহাতি ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি ৪ ধাপ এগিয়ে আছেন ১৩ নম্বরে। শাদাব খান ৬ ধাপ এগিয়ে ৩৬, মোহাম্মদ হাসনাইন ২৬ ধাপ এগিয়ে ৪১ নম্বরে আছেন।
ওয়েস্ট ইন্ডিজের শেলডন কটরেল ৬ ধাপ এগিয়ে আছেন ১৬ নম্বরে। হেইডেন ওয়ালশ জুনিয়র ৩ ধাপ এগিয়ে আছেন ৩৪ নম্বরে। ইংল্যান্ডের ডেভিড উইলি এগিয়েছেন ৩ ধাপ, টম কারেন ১৮ ধাপ এগিয়েছেন, দুজনেই আছেন যৌথভাবে ৪৯ নম্বরে।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির সেরা ১০ ব্যাটসম্যান-
১. ডেভিড মালান (ইংল্যান্ড)- ৮৪১
২. বাবর আজম (পাকিস্তান)- ৮৩৩
৩. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৮১১
৪. ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)- ৭৭৪
৫. ভিরাট কোহলি (ভারত)- ৭৬২
৬. লোকেশ রাহুল (ভারত)- ৭৪৩
৭. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)- ৭০৯
৮. এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)- ৭০৫
৯. মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ৬৮৮
১০. র্যাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)- ৬৮৬
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির সেরা ১০ বোলার-
১. তাব্রাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)- ৮১০
২. রাশিদ খান (আফগানিস্তান)- ৭১৯
৩. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ৬৯৩
৪. আদিল রশিদ (ইংল্যান্ড)- ৬৮৯
৫. মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৬৮৭
৬. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ৬৬৯
৭. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ৬৬৮
৮. অ্যাশটন অ্যাগার (অস্ট্রেলিয়া)- ৬৪৯
৯. ইশ সোধি (নিউজিল্যান্ড)- ৬৪০
১০. ফ্যাবিয়ান অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ)- ৬২০
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির সেরা ৫ অলরাউন্ডার-
১. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ২৮৫
২. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২৩৮
৩. রিচার্ড বেরিংটন (স্কটল্যান্ড)- ১৯৪
৪. গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)- ১৮৫
৫. গ্যারেথ ডেলানি (আয়ারল্যান্ড)- ১৬৩।