

ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউড ২১ জুলাই ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা করেছেন। ট্রেন্ট ব্রিজে ৪ আগস্ট থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট।
আইপিএলে আঙ্গুলের ইনজুরি বাধানো বেন স্টোকস জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেছেন। তবে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে ফিরেছেন তিনি। যদিও এর আগে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলেছেন, করেছেন অধিনায়কত্বও।
১৭ সদস্যের টেস্ট স্কোয়াডে ফিরেছেন জস বাটলার, জনি বেয়ারস্টো, স্যাম কারেনরাও। লর্ডসে ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে ৭ উইকেট নেওয়া ওলি রবিনসন আছেন স্কোয়াডে।
ইনজুরির কারণে নেই জফরা আর্চার ও ক্রিস ওকস। এই মুহূর্তে টেস্ট দলে ফেরার মত অবস্থায় নেই আর্চার, তবে সিরিজের কোন অংশে যোগ দিতে পারেন ক্রিস ওকস।
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডঃ
জো রুট (অধিনায়ক), জিমি অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারেন, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, ওলি রবিনসন, ডম সিবলি, বেন স্টোকস ও মার্ক উড।
We’ve named a 17-player squad for the opening two Tests of the LV= Insurance Test Series against India.
🏴 #ENGvIND 🇮🇳
— England Cricket (@englandcricket) July 21, 2021
টেস্ট সিরিজের সূচিঃ
১ম টেস্ট- ৪-৮ আগস্ট, ট্রেন্ট ব্রিজ, নটিংহাম
২য় টেস্ট- ১২-১৬ আগস্ট, লর্ডস, লন্ডন
৩য় টেস্ট- ২৫-২৯ আগস্ট, হেডিংলি, লিডস
৪র্থ টেস্ট- ২-৬ সেপ্টেম্বর, কেআইএ ওভাল, লন্ডন
৫ম টেস্ট- ১০-১৪ সেপ্টেম্বর, ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টার।