

আগামীকাল থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের আগে আজ (২১ জুলাই) স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
শন উইলিয়ামসের অনুপস্থিতিতে একমাত্র টেস্ট ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করা ব্রেন্ডন টেইলর থাকছেন না টি-টোয়েন্টি সিরিজে। ১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সিরিজের আগে টেইলরকে বিশ্রাম দেওয়া হয়েছে।
টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের অধিনায়কত্ব করবেন সিকান্দার রাজা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
জিম্বাবুয়ের সীমিত ওভারের স্কোয়াডে একমাত্র নতুন ক্রিকেটার তারিসাই মুসাকান্দা।
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াডঃ
রায়ান বার্ল, রেজিস চাকাবভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গে, তিনাশে কামুনুকামে, ওয়েসলি মাধেভ্রে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ের্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা (অধিনায়ক), মিল্টন শুম্বা, ডোনাল্ড টিরিপানো।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডঃ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টি সিরিজের সূচিঃ
১ম টি-টোয়েন্টি- ২২ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব, বেলা ৪ টা ৩০
২য় টি-টোয়েন্টি- ২৩ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব, বেলা ৪ টা ৩০
৩য় টি-টোয়েন্টি- ২৫ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব, বেলা ৪ টা ৩০।