

আইসিসি আজ (২১ জুলাই) তাদের সাপ্তাহিক র্যাংকিং হালনাগাদ করেছে। ওয়ানডে র্যাংকিংয়ে ক্রিকেটারদের অবস্থানে রদবদল এসেছে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ৮ উইকেট নিয়ে বোলারদের র্যাংকিং এ সেরা ১০ এ উঠে এসেছেন। ৬৫০ রেটিং পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছেন সাকিব।
২ নম্বর থেকে ৪ নম্বরে নেমেছেন মেহেদী হাসান মিরাজ (৬৯২)। সিরিজে একটি ম্যাচ খেলা মুস্তাফিজুর রহমান (৬৪০) নেমেছেন ১১ নম্বরে, আগে ছিলেন ১০ নম্বরে।
অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থান মজবুত হয়েছে সাকিবের। সিরিজে ১৪৫ রান ও ৮ উইকেট নেওয়া সাকিবের রেটিং পয়েন্ট বেড়েছে ২৯।
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী আইসিসির ওয়ানডে র্যাংকিং (ব্যাটসম্যানদের সেরা ১০):
১. বাবর আজম (পাকিস্তান)- ৮৭৩
২. ভিরাট কোহলি (ভারত)- ৮৪৮
৩. রোহিত শর্মা (ভারত)- ৮১৭
৪. রস টেইলর (নিউজিল্যান্ড)- ৮০১
৫. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৭৯১
৬. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)- ৭৭৫
৭. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৭৭৩
শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)- ৭৭৩
৯. ফাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা)- ৭৬৬
১০. কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) -৭৫৮
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী আইসিসির ওয়ানডে র্যাংকিং (বোলারদের সেরা ১০):
১. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ৭৩৭
২. মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৭০৮
৩. ক্রিস ওকস (ইংল্যান্ড)- ৭০০
৪. মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ)- ৬৯২
৫. ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)- ৬৯১
৬. জাসপ্রীত বুমরাহ (ভারত)- ৬৮৩
৭. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৬৬০
৮. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৬৫০
৯. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ৬৪৮
১০. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ৬৪৬
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী আইসিসির ওয়ানডে র্যাংকিং (অলরাউন্ডারদের সেরা ৫):
১. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৪১৬
২. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ২৯৪
৩. ক্রিস ওকস (ইংল্যান্ড)- ২৮২
৪. রাশিদ খান (আফগানিস্তান)- ২৭০
৫. মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) -২৬৮।