

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে সমান তালে পারফর্ম করলেন সাকিব আল হাসান। অলরাউন্ড নৈপুণ্যে হয়েছেন সিরিজ সেরাও। দলের জয়ে অবদান রেখে বরাবরের মত উচ্ছ্বসিত সাকিব, তবে আরও ভালো করতে না পারার আক্ষেপেও পুড়ছেন।
ব্যাট হাতে ৩ ম্যাচে রান ১৪৫, আছে দ্বিতীয় ওয়ানডেতে দলের প্রয়োজনে খেলা ৯৬ রানের হার না মানা অসাধারণ ইনিংসটিও। বল হাতে উইকেট ৮ টি, প্রথম ওয়ানডেতে ৫ উইকেট শিকারে নিশ্চিত করেছেন বিদেশের মাটিতে রানের হিসেবে বাংলাদেশের বড় জয়।
সিরিজ সেরার পুরষ্কার জেতা সাকিব গতকাল (২০ জুলাই) শেষ ম্যাচে ৩০ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন একটি। দল ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়েকে।
ম্যাচ শেষে সাকিব বলেন, ‘খুশি যে যেভাবে অবদান রাখতে পেরেছি। ভালোর তো শেষ নেই। সেই দিক থেকে আরও অবদান রাখতে পারলে আরও ভাল লাগত। যেভাবে সিরিজটা শেষ হয়েছে তাতে খুশি।’
‘বেশ কয়েকটি পরিস্থিতিতে দলকে পরীক্ষা দিতে হয়েছে। আমরা ভালোভাবেই সেগুলো উতরে গিয়েছি। যেটা বললাম ভালোর তো শেষ নেই। এখান থেকে যতটা সিরিজ বাই সিরিজ উন্নতি করতে পারি। এখান থেকে উন্নতি করতে পারলে আমাদের লক্ষ্যটা পূর্ণ হবে।’
ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ বলে প্রতিটি সিরিজই এখন আলাদা গুরুত্ব বহন করে। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচ থেকে বাংলাদেশ পেল পূর্ণ ৩০ পয়েন্ট। বর্তমানে ১২ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে বাংলাদেশ।
এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা সিরিজই। এখন হয়তো কিছু পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ আছে দলে। দলের সেরা কম্বিনেশন খোঁজার চেষ্টা করবে। একই সময় ভালো ফলাফল হলে দলের আত্মবিশ্বাস বাড়ে।’