

সর্বকালের অন্যতম সেরা গতিতারকা পাকিস্তানের শোয়েব আখতার। খেলোয়াড়ি জীবন শেষে মন দিয়েছেন ইউটিউবে, ক্রিকেট বিশ্লেষণে। সম্প্রতি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস জানিয়েছেন তার চোখে সর্বকালের সেরা ওয়ানডে একাদশ।
বর্তমান সময়ে রানের ফুলঝুরি ঝরানো ভারতের ভিরাট কোহলি বা পাকিস্তানের বাবর আজমদের রাখেননি শোয়েব আখতার। ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজকে রাখলেও রাখেননি স্যার ভিভ রিচার্ডসকে।
নিজ দেশের মোট ৪ ক্রিকেটারকে রেখেছেন শোয়েব। ব্যাটসম্যান হিসাবে আছেন ইনজামাম উল হক ও সাইদ আনোয়ার, বোলার হিসাবে আছেন ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস।
ভারত থেকেও ৪ জনকে রেখেছেন তিনি। শচীন টেন্ডুলকার, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি ও কপিল দেবকে রেখেছেন সেরা একাদশে।
একাদশে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট থাকলেও উইকেটরক্ষক হিসাবে মাহেন্দ্র সিং ধোনিকে পছন্দ শোয়েবের। এই তারকা ভরা একাদশের অধিনায়ক হিসাবে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন।
শোয়েব আখতারের চোখে অলটাইম ওয়ানডে একাদশঃ
গর্ডন গ্রিনিজ (ওয়েস্ট ইন্ডিজ), শচীন টেন্ডুলকার (ভারত), ইনজামাম উল হক (পাকিস্তান), সাইদ আনোয়ার (পাকিস্তান), মাহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক, ভারত), অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া), যুবরাজ সিং (ভারত), ওয়াসিম আকরাম (পাকিস্তান), ওয়াকার ইউনুস (পাকিস্তান), কপিল দেব (ভারত) শেন ওয়ার্ন (অধিনায়ক, অস্ট্রেলিয়া)।
Are you ready for surprises? 💥
Here’s Shoaib Akhtar’s all-time ODI 🤩
Thoughts? 👀#ODICricket #AllTimeXI pic.twitter.com/oRAzmTCFVm
— Sportskeeda India (@Sportskeeda) July 16, 2021