

ইংল্যান্ডের বিপক্ষে চলমান ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ ফিট না থাকায় খেলতে পারেননি হাসান আলি। তবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলার জন্য ফিট এই গতিতারকা, এমনটাই জানিয়েছে পাকিস্তানের মেডিক্যাল প্যানেল।
ম্যানচেস্টারে আজ (২০জুলাই) বাংলাদেশ সময় রাত ১১ টা ৩০ এ শুরু হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। আগের দুই ম্যাচের একটিতে জিতেছে পাকিস্তান, বাকিটাতে ইংল্যান্ড।
Thriller at Trent Bridge! Congratulations Pakistan on a wonderful win and taking a 1-0 lead in the T20I series#HarHaalMainCricket | #BackTheBoysInGreen | #ENGvPAK pic.twitter.com/8Qjxml4sc3
— Pakistan Cricket Live (@TheRealPCB_Live) July 16, 2021
2nd T20I UPDATE: England win by 45 runs#HarHaalMainCricket | #BackTheBoysInGreen | #ENGvPAK pic.twitter.com/9x7Fb4S5CL
— Pakistan Cricket Live (@TheRealPCB_Live) July 18, 2021
লেফট লেগ স্ট্রেইনের কারণে প্রথম দুই ম্যাচে সতর্কতাবশত হাসান আলিকে খেলায়নি পাকিস্তান। বৃহস্পতিবার নটিংহামে দলের অনুশীলনে চোট বাধান হাসান আলি।
ওয়ানডে সিরিজে ২৫ গড়ে ৬ উইকেট নিয়েছিলেন হাসান আলি, লর্ডসে ৫১ রান খরচে নিয়েছিলেন ৫ উইকেট। যদিও ওয়ানডেতে একটি ম্যাচও জেতেনি সফরকারী পাকিস্তান।