

গতকাল (১৯ জুলাই) ছিল জনপ্রিয় ধারাভাষ্যকার, ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলের ৬০ তম জন্মদিন। জন্মদিনে তাকে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ সর্বকালের সেরা ভারতীয় টেস্ট দল বাছতে বলে।
আগে থেকেই এটা মাথায় রাখা ভোগলের সর্বকালের সেরা দল বানাতে খাটতে হয়নি বেশি। গৌতম ভিমানির প্রশ্নে উত্তর দেন দ্রুতই।
নিজে কমেন্ট্রি করেছেন বা খেলা দেখেছেন এমন ক্রিকেটারদের একাদশে রেখেছেন ভোগলে।
ওপেনিংয়ে ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান সুনীল গাভাস্কারের সঙ্গে ভোগলের পছন্দ বীরেন্দর শেবাগকে।
তিন নম্বরে দ্য ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড়কে বেছে নিয়েছেন হার্শা। চারে নামবেন সঙ্গত কারণেই শচীন রমেশ টেন্ডুলকার।
পাঁচ নম্বরে ভিভিএস লক্ষণ, সৌরভ গাঙ্গুলিদের কথা বললেও শেষমেশ ভিরাট কোহলিকে দলে নেন তিনি। ছয়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনি।
সাত নম্বরে নামবেন ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার বলে বিবেচিত কপিল দেব। হরভজন সিং আর রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে হার্শা বাছেন অশ্বিনকে। অশ্বিনের স্পিন সঙ্গী সন্দেহাতীতভাবে অনিল কুম্বলে।
দুই পেসার হিসাবে জাভাগাল শ্রীনাথ ও জহির খানকে বেছেছেন ভোগলে। যদিও কোন অধিনায়ক নির্বাচক করেননি তিনি। দলে কপিল সহ ৩ পেসার, ২ স্পিনার।
হার্শা ভোগলের চোখে ভারতের সর্বকালের সেরা টেস্ট একাদশঃ
সুনীল গাভাস্কার, বীরেন্দর শেবাগ, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিরাট কোহলি, মাহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কপিল দেব, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, জাভাগাল শ্রীনাথ ও জহির খান।
Sadly, I didn’t do commentary on any game that Bedi played and I was picking a team of people I had seen while in a media centre. But nice to know we think alike! 😀
— Harsha Bhogle (@bhogleharsha) July 20, 2021