বদলে গেল বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের সূচি

বদলে গেল বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের সূচি

বদলে গেল বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি। সূচি বদলের ইস্যুতে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একমত হয়েছে।

এর আগে ২৩, ২৫ ও ২৭ জুলাই ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল। তবে এখন সেটা হবে ২২, ২৩ ও ২৫ জুলাই।

সবকটি ম্যাচই অবশ্য আগের নির্ধারিত হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে। ম্যাচ তিনটির প্রত্যেকটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৪ টা ৩০ থেকে।

মূলত ব্রডকাস্ট প্রোডাকশন কোম্পানির লজিস্টিক চ্যালেঞ্জের কারণে সূচি পরিবর্তনের ইস্যু সামনে আসে। আয়োজক জিম্বাবুয়ে ক্রিকেটের অনুরোধে সম্মত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।

টি-টোয়েন্টি সিরিজের সূচি বদলালেও ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি আগামীকাল যথাসময়ে হারারে স্পোর্টস ক্লাবে মাঠে গড়াবে।

একনজরে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের বাকি অংশের সূচিঃ

৩য় ও শেষ ওয়ানডে- ২০ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব, বেলা ১ টা ৩০ (বাংলাদেশ সময়)

১ম টি-টোয়েন্টি- ২২ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব, বেলা ৪ টা ৩০
২য় টি-টোয়েন্টি- ২৩ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব, বেলা ৪ টা ৩০
৩য় টি-টোয়েন্টি- ২৫ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব, বেলা ৪ টা ৩০।

৯৭ প্রতিবেদক

Read Previous

৩০ বছরেই কিংবদন্তি, কোহলির প্রশংসায় পঞ্চমুখ যুবরাজ

Read Next

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে ছিটকে যাচ্ছেন তামিম!

Total
0
Share