ফাতিমা সানার অলরাউন্ড নৈপুণ্য, উইন্ডিজদের হারাল পাকিস্তান

ফাতিমা সানার অলরাউন্ড নৈপুণ্য, উইন্ডিজদের হারাল পাকিস্তান

ফাতিমা সানার ক্যারিয়ার সেরা বোলিংয়ে শেষ ম্যাচেও জয় পেয়েছে পাকিস্তান। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজকে তারা হারায় ২২ রানে। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের দখলে নিয়েছে ক্যারিবিয়ান নারীরা।

ওয়েস্ট ইন্ডিজ সফরে এসে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছিল পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজেও প্রথম ৩ ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে বসে তারা। তবে ফাতিমা সানার কৃতিত্বে শেষ দুই পেয়েছে সান্ত্বনার জয় পেয়েছে সফরকারীরা।

প্রথমে ব্যাট হাতে ১৯ বলে ৪ চারে অপরাজিত ২৮ রান করে দলকে ২০০ রানের কাছাকাছি নিয়ে যান। তবে বোলিংয়ে এসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ ধ্বসে দেন। ক্যারিয়ারে প্রথমবারের মত ৫ উইকেটও পান এদিন।

ফাতিমা সানার ৫ এবং ডায়ানা বেগের ২ উইকেট প্রাপ্তিতে বৃষ্টি আইনে নির্ধারিত ৩৪ ওভারের ম্যাচে ১৯৪ রানের টার্গেটে খেলতে নামা ক্যারিবিয়ানরা ১৭১ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৪০ রান ব্রিটনি কুপারের। দিয়ান্দ্রা ডটিন করেন ৩৭ রান।

এর আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান নির্ধারিত ৩৪ ওভারে ৮ উইকেটে ১৯০ রান করে। মুনিবা আলি সর্বোচ্চ ৩৯ এবং ওমাইমা সোহেল ৩৪ রান করেন।

ক্যারিবিয়দের পক্ষে চিনেল হেনরি, শাবিকা গজনবী এবং আনিসা মোহাম্মদ ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোরঃ

পাকিস্তান নারী দলঃ ১৯০/৮ (৩৪), মুনিবা ৩৯, সিদ্রা ১৩, জাভেরিয়া ১, ওমাইমা ৩৪, কায়নাত ২১, নিদা ৭, আয়েশা ১৬, সানা ২৮*, ডায়ানা ২, নাশ্রা ০*; কনেল ৬-০-৩০-১, হেনরি ৭-০-৩৭-২, গজনবী ৬-০-২৬-২, ম্যাথুস ৬-১-৩১-১, আনিসা ৬-০-৩৯-২

ওয়েস্ট ইন্ডিজ নারী দলঃ ১৭১/১০ (৩৪), ম্যাথুস ২, ডটিন ৩৭, কুপার ৪০, টেইলর ২১, কাইসোনা ২৮, নেশন ৬, হেনরি ১৪, উইলিয়ামস ৫, গজনবী ১*, আনিসা ০, কনেল ৫; ডায়ানা ৭-০-৩২-২, নিদা ৭-০-৩১-১, সানা ৭-০-৩৯-৫, নাশরা ৬-০-৩৬-১

ফলাফলঃ বৃষ্টি আইনে পাকিস্তান নারী দল ম্যাচে ২২ রানে জয়ী, ওয়েস্ট ইন্ডিজ ৩-২ ব্যবধানে সিরিজ জয়ী

ম্যাচসেরাঃ ফাতিমা সানা (পাকিস্তান নারী দল)।

৯৭ ডেস্ক

Read Previous

সমস্যা ধরে সমাধান নিজেই করেছেন সাকিব

Read Next

মুরালিকে জবাব দিয়ে ম্যাথুস-করুণারত্নের দীর্ঘ চিঠি

Total
0
Share