

তিন ফরম্যাট মিলে ১১,৯৭৪ রান নিয়ে আজকের ম্যাচে খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে লাগত ২৬ রান। হারারেতে ৩য় বাংলাদেশি হিসাবে এই কীর্তি গড়েছেন বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার।
২৩ তম ওভারে টেন্ডাই চাতারার অফসাইডের করা গুড লেংথের বল কাট করে চারে পরিণত করে ১২ হাজার রানের গণ্ডি পার করেন সাকিব। যদিও সেখানে কামুনুকামের মিস ফিল্ডিংয়ের দায় ছিল।
বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজারি ক্লাবে প্রথম নাম লেখান তামিম ইকবাল। সর্বশেষ সিরিজে তামিম ১৪ হাজারি ক্লাবের সদস্যও হয়েছেন। সব ফরম্যাট মিলে ৩৮৮ ম্যাচ খেলা মুশফিকুর রহিমের আছে ১২,৫৫৯ রান।
তামিম, মুশফিক ও সাকিব ছাড়া বাংলাদেশের পক্ষে ৫ অঙ্কের রানের মালিক নন আর কেউই। মাহমুদউল্লাহ রিয়াদ ৮,৮৯০ রান নিয়ে আছেন এই তিনজনের কাছাকাছি।
সব মিলে বিশ্ব ক্রিকেটে সাকিব আল হাসান ১২ হাজারি ক্লাবের ৬২ তম সদস্য। তার পূর্বের ৬১ জনের মধ্যে সাকিবের চেয়ে বেশি আন্তর্জাতিক উইকেট (৫৮৩) নেই কারও।
. @Sah75official became the 62nd batsman to score 12000+ international runs. in this elite 62 players list, Shakib has the most number of international wickets (583) #BANvZIM #ZIMvBAN #SAH75 #Cricket
— Shihab Ahsan Khan (@shihabahsankhan) July 18, 2021