

ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার ফিট হয়ে উঠেছেন এবং পাকিস্তানের বিপক্ষে হেডিংলিতে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার জন্য প্রস্তুত।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে রাইট কাফ ইনজুরিতে পড়া বাটলার আজকের ইংল্যান্ডের সেরা একাদশে আছেন।
ইংলিশদের প্রধান কোচ ক্রিস সিলভারউডের বিশ্রামের কারণে কোচের দায়িত্ব এওয়া পল কলিঙউড ম্যাচের আগে বলেছিলেন, ‘জস বাটলার ফিট হয়ে উঠেছে এবং সে খেলার জন্য প্রস্তুত। সুতরাং সে দলে ঢুকবে। তার দলে ফেরা আমাদের জন্য দারুণ কিছু। তার অভিজ্ঞতা অনেক এবং আমরা সবাই জানি সে টপ অর্ডারে কি করতে পারে।’
এছাড়া চোট পাওয়া জনি বেয়ারস্টোও ফিট (আজও আছেন সেরা একাদশে) আছেন বলে জানান কলিংউড।
কলিংউড জানান সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন তারা।
তিনি বলেন, ‘আমরা জয়ের জন্য উন্মুখ, একইসাথে কিছু পরীক্ষাও চলছে। কারণ আমাদের বেশ কয়েকজনকে সুযোগ দিতে হবে।’
‘বিশ্বকাপের আগে খুব বেশি ম্যাচ নেই। এবং আমরা চাই প্রতিটি পজিশনে নির্ভার থাকতে। যারা ব্যাকআপ আছে, ও অন্যান্য সব প্লেয়ার সম্পর্কে আমরা জানি।’