

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে হিট আউট হলেন জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেইলর। জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের এমন আউট হওয়ার সংখ্যা দাঁড়ালো ১১, যা ওয়েস্ট ইন্ডিজের সাথে কোনো নির্দিষ্ট দলের সর্বোচ্চ।
হারারে স্পোর্টস ক্লাবে আজ (১৮ জুলাই) দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় জিম্বাবুয়ে-বাংলাদেশ। আগে ব্যাট করা জিম্বাবুয়ে ৩৩ রানে ২ উইকেট হারায়। চার নম্বরে ক্রিজে এসে অধিনায়ক ব্রেন্ডন টেইলর নিজের সহজাত ব্যাটিংই করছিলেন।
তবে শরিফুল ইসলামের করা ২৫তম ওভারে আউট হন দূর্ভাগ্যজনক হিট উইকেটে। আপার কাট করতে চেয়েছিলেন, ব্যাটে-বলে সংযোগ হয়নি, পরে শ্যাডো করতে গিয়ে ব্যাত লাগান স্টাম্পে। টিভি রিপ্লে দেখে আম্পায়ার দেয় আউটের সংকেত।
এ নিয়ে ওয়ানডে ইতিহাসে ৭১ তম হিট আউটের ঘটনা এটি। যেখানে যৌথভাবে সর্বোচ্চ ১১ বারই জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা এমন অদ্ভুত আউট হয়েছে। আজকের আগে সমান ১১ বার করে ছিল ওয়েস্ট ইন্ডিজের।
বাংলাদেশের বিপক্ষে এর আগে এমন ঘটনা ঘটেছিল তিনবার। তারা হলেন রায়ান ওয়াটসন (স্কটল্যান্ড), ম্যালকম ওয়ালার (জিম্বাবুয়ে), ইমাম উল হক (পাকিস্তান)।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডেতে এমন আউট হয়েছেন কেবল একজন। ১১৯৭ সালে কেনিয়ার বিপক্ষে হিট আউট হন শেখ সালাউদ্দিন।