

পাকিস্তান যদি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপও জয়লাভ করে, তবুও পাকিস্তানের ক্রিকেট সঠিক পথে নেই, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার।
পাকিস্তানের উচিত লঙ্গার ভার্সনের ক্রিকেটে নিজেদের মনস্থির করা, এমনটাই অভিমত শোয়েবের।
‘যদি পাকিস্তান এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে, তবুও অবাক হওয়ার কিছু নেই। বিশ্বকাপ যদি তারা পেয়েও যায়, তবুও তারা কি সঠিক পথে আছে? না, তারা সে পথে নেই। টি-টোয়েন্টি আমাদের উদ্দেশ্য না এবং সেটি আমাদের লক্ষ্য হওয়াও উচিত না,’ বলেন শোয়েব।
ইংল্যান্ডের আনকোরা দলের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম টি-টোয়েন্টিতে রানপ্রসবা ম্যাচে অবশ্য জয় পেয়েছে পাকিস্তান। পাকিস্তানের করা ২৩২ রানের জবাবে লিয়াম লিভিংস্টোনের সেঞ্চুরি সত্ত্বেও ৩১ রানের পরাজয় বরণ করে ইংলিশরা।
‘টি-টোয়েন্টিতে তাদের এমন ভিন্ন উপস্থাপনের উদ্দেশ্য কি, যার কারণে তারা ভালো পারফরম্যান্স করেছে? তাদের আচরণেই রয়েছে ভিন্নতা। সমস্যা হচ্ছে পাকিস্তান ঠিকভাবে ৫০ ওভারের ম্যাচ খেলতে পারে না। তাদের দলে প্রতিভাধর খেলোয়াড় রয়েছে, কিন্তু তারা সহজে ৫০ ওভারের ম্যাচের জন্য উপযুক্ত নয়। তারা ঠিকভাবে স্ট্রাইক রোটেট করতে পারে না।’
শোয়েবের মতে টি-টোয়েন্টিতে পাকিস্তানের দক্ষতাকে অবমূল্যায়ন করেছিল ইংল্যান্ড। তবে এখন বুঝতে পারছে পাকিস্তান টি-টোয়েন্টিতে অত্যন্ত শক্তিশালী দল।
‘টি-টোয়েন্টির ব্যাপার যখন আসে, তখন ইংল্যান্ডের বোঝা উচিত পাকিস্তান টি-টোয়েন্টির জন্য দুর্দান্ত দল। পাকিস্তানের থেকে টি-টোয়েন্টিতে কেউ ভালো নয়। ভারতও না, আফগানিস্তানও না।’
‘ইংলিশ দল পাকিস্তান ক্রিকেট দলকে অবমূল্যায়ন করছে এবং হয়তোবা তারা বুঝতে পারছে না টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিশ্বের অন্যতম শক্তিধর দল।’
লিডসে আজ পাকিস্তান বনাম ইংল্যান্ডের ২য় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।