

গেল ম্যাচে রেকর্ড ১৫৫ রানে জয়ের পর আজ (১৮ জুলাই) সিরিজ জয় নিশ্চিত করার মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে স্বাগতিক জিম্বাবুয়ে আজ লড়বে সিরিজ বাঁচানোর উদ্দেশ্যে।
হারারে স্পোর্টস ক্লাবে আজ টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেইলর।
অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ, স্বাগতিকদের একাদশে দুই পরিবর্তন। বাদ পড়েছেন টিমিসেন মারুমা ও রায়ান বার্ল। একাদশে ঢুকেছেন তিনাশে কামুনুকামে ও সিকান্দার রাজা।
বাংলাদেশ একাদশঃ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোহাম্মদ শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশঃ
তাদিওয়ানাশে মারুমানি, তিনাশে কামুনুকামে, রেজিস চাকাবভা (উইকেটরক্ষক), ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), ডিওন মায়ের্স, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভ্রে, লুক জঙ্গে, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।