

আজ (১৮ জুলাই) থেকে শুরু হচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় বেলা ৩ টা ৩০ এ কলম্বোতে শুরু হবার কথা প্রথম ওয়ানডেটি।
এছাড়া ২০ ও ২৩ জুলাই একই ভেন্যুতে আরও দুইটি ওয়ানডে খেলবে দুই দল। ২৫ জুলাই শুরু হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (২৫, ২৭ ও ২৯ জুলাই)।
ভারতের শ্রীলঙ্কা সফরের সবকটি ম্যাচ টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে বিশ্বব্যাপী। ব্রডকাস্টারের নাম ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
যেভাবে দেখা যাবে শ্রীলঙ্কা-ভারত সিরিজ
বাংলাদেশ- টি স্পোর্টস (টিভি ও ডিজিটাল)
শ্রীলঙ্কা- সিয়াতা টিভি, ডায়ালগ (পে), পিইও (আইপিটিভি), এসএলসি ইউটিউব, এসএলবিসি
ভারত- সনি সিক্স, সনি টেন ৩, সনি টেন ৪, সনি টেন ১ ও সনি লিভ
পাকিস্তান বাদে উপমহাদেশের বাকি দেশ- টেন ক্রিকেট ও সনি লিভ
যুক্তরাষ্ট্র- উইলো টিভি (টিভি ও ডিজিটাল)
আফ্রিকা ও সাব সাহারান আফ্রিকা- সুপার স্পোর্ট (টিভি ও ডিজিটাল)
মধ্যপ্রাচ্য- সেট ম্যাক্স ও সনি লিভ
কানাডা- সেট ও সনি লিভ
যুক্তরাজ্য- ফুডেক্সপি ও সনি লিভ
ক্যারিবিয়ান- ফ্লো স্পওর্টস (টিভি ও ডিজিটাল)।
India tour of Sri Lanka 2021, Live Broadcasters 📺 📻 📱💻#SLvIND pic.twitter.com/mUcawVA8UH
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) July 18, 2021