

জয়ের জন্য শেষ ওভারে ৩৫ রান দরকার, বেশ কঠিন সমীকরণ। তবে এমন ম্যাচেই টানা ৬ ছক্কা হাঁকিয়ে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন জন গ্লাস। তাতেই ক্রেগাকে হারিয়ে ৩ উইকেটে জিতে এলভিএস টি-টোয়েন্টি শিরোপা অর্জন করলো বালিমেনা।
আয়ারল্যান্ডের এই টুর্নামেন্টের ফাইনাল ছিল গতকাল (১৬ জুলাই)। ক্রেগা মেমোরিয়াল পার্কে আগে ব্যাট করে ২০ ওভারে ক্রেগার সংগ্রহ ৭ উইকেটে ১৪৭। যা জন গ্লাসের শেষ ওভারের কীর্তিতে ৩ উইকেট হাতে রেখে জিতে বালিমেনা।
১৯তম ওভার শেষে বালিমেনার স্কোরবোর্ডে ৭ উইকেটে ১১৩ রান ছিল। শেষ ওভারে প্রয়োজনীয় ৩৫ রান টানা ৬ ছক্কা হাঁকিয়ে তুলে ফেলেন জন গ্লাস। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮৭ রানে, জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।
A huge congratulations to all current and former pupils who represented Ballymena this evening. A special mention must go to former pupil John Glass for a remarkable last over 👏👏🏏🏏 https://t.co/As8g0pY0uE
— Ballymena Academy (@ballymenaacadem) July 15, 2021
আগে ব্যাট করা ক্রেগা দারুণ শুরু পায় ওপেনার যে হান্টার ও জনি মুরের ব্যাটে। মুরে ৪৬ বলে ফিফটি তুলে নেন, ফিরেছেন ৫২ রান করে। আরেক ওপেনার হান্টারের ব্যাট থেকে আসে ৪০ রান।
পরে বল হাতেও দারুণ করেছিল ক্রেগার বোলাররা। যেখানে শেষ ওভারে জন গ্লাস রুদ্রমূর্তি ধারণ না করলে শিরোপা উঠতো ক্রেগার ঘরেই।