

২৬৯ ওয়ানডে উইকেট নিয়ে আজ হারারে স্পোর্টস ক্লাবে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের পক্ষে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন। আজ জিম্বাবুয়ের বিপক্ষে ১ম ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে মাশরাফিকে তো বটেই, টপকেছেন বেশ কিছু তারকা বোলারদেরও।
২১৩ ম্যাচের ২১০ ইনিংস শেষে সাকিব আল হাসানের উইকেট এখন ২৭৪। বাংলাদেশের পক্ষে ও বাংলাদেশি বোলার হিসাবে সর্বোচ্চ ওয়ানডে উইকেট এখন তারই।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ওয়ানডে উইকেট
১.সাকিব আল হাসান- ২৭৪
২. মাশরাফি বিন মর্তুজা- ২৬৯
৩. আব্দুর রাজ্জাক- ২০৭
৪. রুবেল হোসেন- ১২৯
৫. মুস্তাফিজুর রহমান- ১২৪
মাশরাফির ওয়ানডে উইকেট অবশ্য ২৭০*, বাকি ১ উইকেট পেয়েছিলেন এশিয়া একাদশের পক্ষে।
সবমিলিয়ে সাকিব আল হাসান ওয়ানডে ইতিহাসের ১৮ তম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। আজ ৫ উইকেট পাবার পথে সাকিব টপকেছেন ভারতের হরভজন সিং (২৬৯), পাকিস্তানের আব্দুল রাজ্জাক (২৬৯), ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন (২৬৯), বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা (২৭০), দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড (২৭২) ও জ্যাক ক্যালিস (২৭৩) কে।
শুধু ওয়ানডেই নয়, টেস্ট ও টি-টোয়েন্টিতেও বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক সাকিব আল হাসান। টেস্টে ২১৫ উইকেটের মালিক সাকিবের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আছে ৯২ উইকেট।