

দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত করেছে। ১৭ অক্টোবর থেকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বিশ্বকাপ, শেষ হবে ১৪ নভেম্বর।
২০ মার্চ ২০২১ এর দলগুলোর র্যাংকিং অবস্থান অনুসারে গ্রুপ নির্বাচন করা হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার সঙ্গে। সেই চার দলের সঙ্গে যোগ দিবে রাউন্ড ১ এর গ্রুপ এ তে থাকা ৪ দলের ২ টি। সেখানে আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া।
অন্যদিকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একই গ্রুপে আছে। সেখানে তাদের সঙ্গী নিউজিল্যান্ড ও আফগানিস্তান। বাকি দুই দল আসবে রাউন্ড ১ এর গ্রুপ বি থেকে। সেখানে বাংলাদেশ ছাড়াও আছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান।
রাউন্ড ১ এ গ্রুপ এ ও গ্রুপ বি এর ৮ দলের মধ্যে ৪ টি দল উঠবে মূল রাউন্ডে (সুপার ১২)। গ্রুপ এ এর চ্যাম্পিয়ন যাবে গ্রুপ ১ এ, রানার আপ যযাবে গ্রুপ ২ এ। গ্রুপ বি এর চ্যাম্পিয়ন যাবে গ্রুপ ২ এ, রানার আপ যাবে গ্রুপ ১ এ।
একনজরে গ্রুপিংঃ
রাউন্ড ১
গ্রুপ এ- শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া
গ্রুপ বি- বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান।
সুপার ১২
গ্রুপ ১- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এ১, বি২
গ্রুপ ২- ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, এ২ ও বি১।
View this post on Instagram