

পাকিস্তানের পেসার হাসান আলি ইংল্যান্ডেরে বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি মিস করবেন। বৃহস্পতিবার ট্রেন্টব্রিজে বা পায়ে চোট (স্ট্রেইন) পান হাসান আলি। সেটা থেকে সেরে উঠতেই বিশ্রামে রাখা হচ্ছে হাসান আলিকে।
আজ (১৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১ঃ৩০ এ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে পাকিস্তান। এর আগে আজ সকালে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) জানায় হাসান আলির আনঅ্যাভেইলেবল হবার কথা।
দ্বিতীয় টি-টোয়েন্টির আগে তার অবস্থা পর্যালোচনা করবে পিসিবি। এরপর আসবে সিদ্ধান্ত।
স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলেছিলেন হাসান আলি। দ্বিতীয় ম্যাচে পেয়েছিলেন ৫ উইকেটের দেখা। ২০১৭ সালের পর এটিই ওয়ানডেতে তার প্রথম ৫ উইকেট শিকার। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরেই থাকতে হয়েছিল তাকে।
View this post on Instagram