

জিম্বাবুয়ের অফস্পিনিং অলরাউন্ডার রয় কায়ার বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে অভিযোগ উঠেছে। হারারেতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে।
ম্যাচ অফিসিয়ালদের অভিযোগনামা জিম্বাবুয়ের টিম ম্যানেজমেন্টকে হস্তান্তর করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি। ২৯ বছর বয়সী রয় কায়ার বোলিংয়ের বৈধতার ইস্যুতে বিস্তারিত অভিযোগ আছে সেখানে।
৩ টেস্ট, ১ ওয়ানডে খেলা রয় কায়ার বোলিং অ্যাকশনের ভিডিও ফুটেজ এখন পর্যবেক্ষণ করা হবে। আইসিসি অনুমোদিত কোন টেস্টিং সেন্টারে চলমান কোভিড বাস্তবতায় পরীক্ষা সম্ভব নয় বলে ভিডিও ফুটেজ দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশেষজ্ঞ প্যানেল সিদ্ধান্তে পৌছানোর আগ অব্দি রয় কায়া তার বোলিং চালিয়ে যেতে পারবেন।
Zimbabwe’s Kaia reported for suspect bowling action https://t.co/mzoFjjyDdD via @ICC
— ICC Media (@ICCMediaComms) July 14, 2021
উল্লেখ্য, ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডে খেলেছিলেন কায়া। টেস্ট অভিষেকও চলতি বছরে পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশের বিপক্ষে ২২০ রানে হারা ম্যাচে রয় কায়া ২৩ ওভার বল করে উইকেটশুন্য থাকেন। ব্যাট হাতেও দুই ইনিংসে রানের খাতা খুলতে পারেননি তিনি।