

বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের বাকি অংশে আর খেলবেন না।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে জানানো হয়েছে পারিবারিক কারণে দেশে ফিরে যাচ্ছেন তিনি।
হারারে থেকে আজই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ক্রিকেটার।
Bangladesh batsman Mushfiqur Rahim will miss the remainder of the tour in Zimbabwe for family reasons.
Mushfiqur will leave Harare later today and travel to Dhaka. #BANvZIM #ZIMvBAN #Cricket #MR15
— Shihab Ahsan Khan (@shihabahsankhan) July 14, 2021
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বড় ব্যবধানে জেতা বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। হারারে স্পোর্টস ক্লাবে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ তিন ওয়ানডে মাঠে গড়াবে ১৬, ১৮, ২০ জুলাই। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ জুলাই।এই দুই সিরিজেই মুশফিকুর রহিমের সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ।
টি-টোয়েন্টি স্কোয়াডে অবশ্য নাম ছিলনা মুশফিকুর রহিমের। তবে অজিদের বিপক্ষে সিরিজের আগে কোয়ারেন্টাইন ইস্যুতে মুশফিককে টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে বলে ধারণা করা হচ্ছিল।
বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করেছে সবাই যেনো মুশফিকুর রহিম ও তার পরিবারের গোপনীয়তাকে সম্মান করে।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডঃ
তামিম ইকবাল (অধিনায়ক), নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টি স্কোয়াডঃ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজের বাকি অংশের সূচিঃ
১ম ওয়ানডে- ১৬ জুলাই, হারারে
২য় ওয়ানডে- ১৮ জুলাই, হারারে
৩য় ওয়ানডে- ২০ জুলাই, হারারে
১ম টি-টোয়েন্টি – ২৩ জুলাই, হারারে
২য় টি-টোয়েন্টি- ২৫ জুলাই, হারারে
৩য় টি-টোয়েন্টি -২৭ জুলাই, হারারে।