

আগামী পরশু (১৬ জুলাই) থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ এই সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে তামিম ইকবালের দল।
জিম্বাবুয়ে সিলেক্ট একাদশের বিপক্ষে বাংলাদেশিস নাম নিয়ে মাঠে নেমেছে তামিম-সাকিবরা। তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে ব্যাট করতে নেমেছে বাংলাদেশিস।
মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই খেলতে নেমেছে টাইগাররা।
আরও পড়ুনঃ আজই ঢাকা ফিরছেন মুশফিক
ম্যাচ দেখুন সরাসরিঃ
বাংলাদেশিস দলঃ
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ নাইম শেখ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও নুরুল হাসান সোহান।
জিম্বাবুয়ে সিলেক্ট একাদশঃ
এ আকরাম, রায়ান বার্ল, সিকান্দার রাজা, চামু চিবাবা, টেন্ডাই চিসোরো, শিভাঙ্গা, কামুনুকামে, ওয়েস্লি মাধেব্রে, টিমিসেন মারুমা, মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, মুতুম্বামি, ভিক্টর নিয়াউচি ও ডিয়ন মায়ের্স।
#OneDayer | Bangladeshis Team: T. Iqbal, L. Kumer, S. Al Hasan, N. Shekh, MD Mithun, M. Saikat, A. Dhrudo, S. Uddin, M. Miraz, S. Isalm, M. Rahman, T. Islam, N. Sohan#WarmUp | #ZIMvBAN | #IspahaniODISeries | #VisitZimbabwe
— Zimbabwe Cricket (@ZimCricketv) July 14, 2021