অবশেষে রুবেল-শামীমের ভিসা জটিলতা কেটেছে

অবশেষে রুবেল-শামীমের ভিসা জটিলতা কেটেছে
Vinkmag ad

ভিসা জটিলতা কেটেছে রুবেল হোসেন ও শামীম হোসেন পাটোয়ারীর। দুজনেই আজ (১৪ জুলাই) রাতে জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বেন।

ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডের সদস্যরা দুই ধাপে জিম্বাবুয়ে পৌঁছেছেন আরও আগেই। তবে ভিসা জটিলতায় আটকে যান পেসার রুবেল হোসেন ও প্রথমবার জাতীয় দলে (টি-টোয়েন্টি স্কোয়াডে) ডাক পাওয়া শামীম হোসেন পাটোয়ারী।

বর্তমানে জিম্বাবুয়ে অবস্থানরত বাংলাদেশ দল ওয়ানডে সিরিজে মাঠে নামছে ১৬ জুলাই। ফলে রুবেলের জন্য যত দ্রুত সম্ভব জিম্বাবুয়ের বিমানে ওঠা প্রয়োজন ছিল। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ জুলাই থেকে, শামীমের হাতে ছিল কিছু বাড়তি সময়।

তবে দুজনেরই অপেক্ষার পালা শেষ হয়েছে। আজ (১৪ জুলাই) রাতেই জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দিবেন তারা। যদিও শেষ মুহূর্তে দলের সাথে যোগ দিয়ে রুবেলের প্রথম ওয়ানডের একাদশে থাকার সম্ভাবনা ক্ষীণই বলা যায়।

দুজনের ভিসা জটিলতার অবসান হয়েছে বলে ‘ক্রিকেট৯৭’ কে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিস।

তিনি বলেন, ‘হ্যা রুবেল, শামীমের ভিসার সমস্যাটা সমাধান হয়েছে। আজ রাতেই তারা জিম্বাবুয়ের উদ্দেশে রওয়ানা করবে আশা করছি।’

এদিকে টেস্ট স্কোয়ায়ডের সাদমান ইসলামও একই সমস্যায় পড়ে দলের সাথে যেতে পারেননি। তাকে একদিন পর আলাদা ফ্লাইটে জিম্বাবুয়েতে যেতে হয়েছে।

৯৭ প্রতিবেদক

Read Previous

দ্বিতীয় সারির ইংল্যান্ডের কাছেই হোয়াইটওয়াশ হল পাকিস্তান

Read Next

আজই ঢাকা ফিরছেন মুশফিকুর রহিম

Total
11
Share