

১৬ মাস আগে ৪৯ তম টেস্ট খেলা মাহমুদউল্লাহ রিয়াদ হারারেতে নেমেছিলেন নিজের ৫০ তম টেস্ট খেলতে। ১ম ইনিংসে দলের বিপর্যয়ে হাল ধরে করেন অপরাজিত ১৫০ রান। সাদা পোশাকে যা তার ক্যারিয়ার সেরা। তবে এই টেস্টের মাঝপথেই সতীর্থদের জানান সাদা পোশাকে আর নয়। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও মাহমুদউল্লাহ টেস্ট থেকে অবসর নিচ্ছেন এই খবর প্রতিষ্ঠিত হয়ে যায়। যাদের সঙ্গে ড্রেসিং রুম ভাগ করেন সেই সতীর্থরা হারারেতে শেষ দিনে মাঠে নামার আগে দেন গার্ড অব অনার।
View this post on Instagram
জিম্বাবুয়ের বিপক্ষে ২২০ রানের জয় পাওয়া ম্যাচে ম্যাচ সেরা মাহমুদউল্লাহ রিয়াদই। তবে দলের জয় উদযাপনের সাথে সতীর্থদের কষ্ট হচ্ছে মাহমুদউল্লাহকে বিদায় জানাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিদায়ে আবেগী বার্তা দেন লিটন-মুশফিক-সোহানরা।
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram