

২০১৫ এর পর ২০১৯ বিশ্বকাপেও ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসরে টানা দুইবার খুব কাছে যেয়েও শিরোপা জেতা হয়নি কিউইদের। শেষবার স্বপ্নভঙ্গ হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে।
২০১৯ বিশ্বকাপে সুপার ওভারে গড়ানো ফাইনালে দুই দল সমান রান করেছিল। তবে বাউন্ডারি সংখ্যা বেশি থাকাতে শিরোপা জেতে ইংল্যান্ড। স্বপ্নভঙ্গ হয় জিমি নিশামদের।
এবারের ফুটবলের ইউরো ২০২০ এ ফাইনাল খেলেছে ইংল্যান্ড, প্রতিপক্ষ ছিল ইতালি। ম্যাচের নির্ধারিত সময় ৯০ মিনিট ও বাড়তি ৩০ মিনিটেও সমতা থাকায় টাইব্রেকারে। যেখানে মার্কাস রাশফোর্ড, জাডোন সাঞ্চো ও বুকায়ো সাকা পেনাল্টি মিস করলে হারতে হয় ইংল্যান্ডকে। পেনাল্টিতে ৩-২ ব্যবধানে এগিয়ে জেতে ইতালি।
ফাইনালের পর ইংল্যান্ডকে খোঁচা দিয়েছেন জিমি নিশাম। টুইটারে তিনি লেখেন, ‘এটা পেনাল্টি শ্যুটআউটে শেষ হল কেনো? যে দল বেশি পাস দিয়েছে তারা না জিতে!’
নিশাম অবশ্য হ্যাশট্যাগে ‘জোকিং’ জুড়ে দিয়েছেন। বিভিন্ন সময়ে ব্যাঙ্গাত্মক টুইট করতে জিমি নিশামের জুড়ি মেলা ভার।
Why is it a penalty shootout and not just whoever made the most passes wins? 👀 #joking 😂
— Jimmy Neesham (@JimmyNeesh) July 11, 2021