

লুইস গ্রেগরির অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেল ইংল্যান্ড। লর্ডসে তারা জয় পায় ৫২ রানে। একইসাথে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয়ও নিশ্চিত করলো বেন স্টোকসের দল। এর আগে প্রথম ওয়ানডেতেও তারা জয় পেয়েছিল ৯ উইকেটে।
প্রথমে ব্যাট হাতে দলের বিপর্যয়ে ৭ নাম্বারে নেমে ৪০ রান করেছিলেন। পরে বোলিংয়ে এসে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ ৩টি উইকেট শিকার করেন গ্রেগরি। স্বভাবতই ম্যাচ সেরার পুরস্কারও পান এই অলরাউন্ডার।
গ্রেগরির ৪০ ছাড়াও শুরুর দিকে দুই ব্যাটসম্যান ফিল সল্ট (৬০) ও জেমস ভিন্সের (৫৬) হাফ সেঞ্চুরি এবং শেষের দিকে ব্রাইডন কার্সের ৩১ রানের কার্যকরী ইনিংসে ইংলিশ শিবির সবকটি উইকেট হারিয়ে ২৪৭ রান করতে সমর্থ হয়। বৃষ্টির কারণে খেলা বিঘ্নিত হওয়ায় এদিন ৪৭ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হয়।
পাকিস্তানের পক্ষে হাসান আলি চমৎকার বোলিং করে ৫টি এবং হারিস রউফ ২ উইকেট নেন।
জবাবে পাকিস্তান ১৯৫ রানেই অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৫৬ রান সৌদ শাকিলের। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও দারুণ করেছেন হাসান আলি (৩১)।
ইংল্যান্ডের পক্ষে গ্রেগরি ৩টি এবং সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন ও ম্যাট পারকিনসন ২টি করে উইকেট নেন।
সিরিজের ৩য় ও শেষ ম্যাচ বার্মিংহামে ১৩ জুলাই অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ডঃ ২৪৭/১০ (৪৫.২), সল্ট ৬০, মালান ০, ক্রলি ০, ভিন্স ৫৬, স্টোকস ২২, সিম্পসন ১৭, গ্রেগরি ৪০, ওভারটন ০, কার্স ৩১, মাহমুদ ৮, পারকিনসন ৭*; শাহীন আফ্রিদি ৮-০-৩৭-১, হাসান আলি ৯.২-০-৫১-৫, হারিস রউফ ৯-০-৫৪-২, শাদাব ১০-১-৪৬-১, শাকিল ৩-০-১৪-১
পাকিস্তানঃ ১৯৫/১০ (৪১), ইমাম ১, ফখর ১০, বাবর ১৯, রিজওয়ান ৫, শাকিল ৫৬, মাকসুদ ১৯, শাদাব ২১, ফাহিম ১, হাসান আলি ৩১, শাহীন আফ্রিদি ১৮, রউফ ১*; মাহমুদ ৮-০-২১-২, গ্রেগরি ৮-০-৪৪-৩, ওভারটন ৯-২-৩৯-২, কার্স ৮-০-৪৪-১, পারকিনসন ৮-০-৪২-২
ফলাফলঃ ইংল্যান্ড ৫২ রানে জয়ী
ম্যাচ সেরাঃ লুইস গ্রেগরি (ইংল্যান্ড)।