

হারারেতে চলমান বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্টের ৩য় দিনেই শোনা গিয়েছিল টেস্টে মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নেবার ইচ্ছের খবর। আজ টেস্টের পঞ্চম দিনে তা সত্যি প্রমাণিত হল। ম্যাচের আগে বিদায়ী মাহমুদউল্লাহকে গার্ড অব অনার দেয় সতীর্থরা।
One last time in test!
Mahmudullah Riyad got guard of honour from his teammates 👏
📷 Rabbitholebd pic.twitter.com/NnaD3ucIce
— Shihab Ahsan Khan (@shihabahsankhan) July 11, 2021
Scenes of Mahmudullah being given a guard of honour by his teammates at the start of play on the final day in Harare.
Great to see this this gesture.#ZIMvBAN
— Mohammad Isam (@Isam84) July 11, 2021
So, it’s confirmed now. Mahmudullah Riyad will retire from Tests after this match. He received ‘Guard of Honour’ from his teammates prior to the resumption of day-5. #ZIMvBAN#ThankYouRiyad
— Imran Hasan (@Imranhasan02) July 11, 2021
দীর্ঘ ১৬ মাস পর আবার সাদা পোশাকে বাংলাদেশের স্কোয়াডে ফিরেছিলেন। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ফেরার ম্যাচে খেলেছেন ক্যারিয়ার সেরা অপরাজিত ১৫০ রানের ইনিংসও। তবে ৫০ তম এই টেস্টই তার ক্যারিয়ারের শেষ টেস্ট।
শেষ দিনে মাঠে নামার আগে মাহমুদউল্লাহ রিয়াদকে গার্ড অব অনার দেন মুমিনুল বাহিনী। ধারাভাষ্যকাররাও নিশ্চিত করেন যে বিদায় বলছেন রিয়াদ।
২০০৯ সালের ৯ জুলাই কিন্সটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মাহমুদউল্লাহ রিয়াদের। হারারে টেস্টের আগে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে, পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে।
আজ অব্দি ৫০ টেস্টের ৯৪ ইনিংসে ব্যাট করে ২৯১৪ রান করেছেন মাহমুদউল্লাহ। ১৬ ফিফটির সঙ্গে আছে ৫ সেঞ্চুরি। গড়টা ৩৩.৪৯।
৬৬ ইনিংসে মোট ৫৭০.৩ ওভার বল করে রিয়াদ উইকেট নিয়েছেন ৪৩ টি। ইনিংসে একবার নিয়েছেন ৫ উইকেট, ম্যাচে সর্বোচ্চ ৮ উইকেট ১১০ রান খরচে।