

হারারে টেস্টের তৃতীয় দিন সাকিব, মিরাজের স্পিন বিষে নীল হয় জিম্বাবুয়ে। সাকিবের সঙ্গে পাল্লা দিয়ে মিরাজ দেখান ঘূর্ণি জাদু; বশীভূত হয় স্বাগতিকরা। টেস্ট ক্যারিয়ারে ৮ম বারের মতো ইনিংসে পাঁচ উইকেট শিকার করার কৃতিত্বও দেখালেন মেহেদী হাসান মিরাজ। বিদেশের মাটিতে এবং ব্যাটিং–সহায়ক উইকেটে ভালো করায় মিরাজ পেয়েছেন আত্মবিশ্বাস। সাফল্যের রহস্যও শোনালেন।
দীর্ঘসময় পর সাদা পোশাকে পাঁচ উইকেট মিরাজের। তবে চলমান হারারে টেস্টের তৃতীয় দিন একে-একে পাঁচ উইকেট শিকার করতে বেশি অপেক্ষা করতে হয়নি মিরাজকে। মুজারাবানিকে অফ স্টাম্পের বাইরে ফেলা বলে বিশাল এক টার্নে বোল্ড করে পূর্ণ করেন নিজের পাঁচ উইকেট। বিদেশের মাটিতে এটি মিরাজের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার, সব মিলিয়ে সাদা পোশাকে ৮ম।
8th 5 wickets haul for Mehidy Hasan Miraz in just 45 innings #BANvZIM #ZIMvBAN #Cricket pic.twitter.com/TVWwaTlKDJ
— Cricket97 (@cricket97bd) July 9, 2021
এমন অর্জনে খুশি মিরাজ জানালেন নিজের ভালো লাগার কথা। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় মিরাজ বলেছেন,
‘অনেকদিন পর পাঁচ উইকেট পেয়েছি। অনেকদিন ধরেই উইকেট পাচ্ছিলাম দুই-তিনটা করে। পাঁচ উইকেট পাইনি। এটা যে কোন বোলারকেই আত্মবিশ্বাস দেয়। দেশের বাইরে যখন পাই তখন আরও অনেক আত্মবিশ্বাস পাওয়ার মতো বিষয়। সেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বশেষ পাঁচ উইকেট পেয়েছি। এবার জিম্বাবুয়েতে পাঁচ উইকেট পেয়ে নিজের কাছে ভালো লাগছে।’
হারারেতে মিরাজের স্পিন ঘূর্ণিতে সারাদিনই অস্বস্তিতে ছিলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। ৫ উইকেট শিকারে মিরাজের খরচ ৮২ রান। রান কম খরচের প্রসঙ্গে মিরাজ বলেন,
‘আমরা যখন ফিল্ডিংয়ে নেমেছিলাম, তখন অধিনায়ক রানটা কম দেওয়ার কথা বলেছিল। সাকিব ভাইও একই কথা বলছিল। কারণ ওরা (জিম্বাবুয়ে) বড় জুটি করে ফেলছিল। লাঞ্চের পর আমরা অনেক ভালো বল করেছি। পেসার, স্পিনার– সবাই এই চেষ্টায় সফল হয়েছে। এক সেশনে মাত্র ৩৫ রান দিয়ে ৩ উইকেট পেয়েছিলাম।’
সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা তাকুজওয়ানাশে কাইতানো শেষ পর্যন্ত মিরাজের বলে ধরাশায়ী হন। দিন শেষে প্রতিক্রিয়ায় মিরাজ জানালেন, স্রেফ ঠিক জায়গায় বোলিং করে যাওয়ায় মিলেছে উইকেট। ব্যাটসম্যানদের ভুল শট খেলানোর পন্থা কাজে লেগেছে। মিরাজের বক্তব্য,
‘আজকের উইকেট ফ্ল্যাট ছিল। আমাদের স্পিনারদের জন্য কাজটা অনেক কঠিন ছিল। কিন্তু আমরা যা চেষ্টা করেছি তা হল। একটা জায়গায় বল করে যাওয়া। রান থামিয়ে রাখার চেষ্টা করেছি। চেষ্টা করেছি আমাদের ভালো বলে ওরা যেন ভুল শট খেলে। স্পিনারদের এই পন্থা অনেক কাজে দিয়েছে।’