

দীর্ঘ ১৬ মাস পর আবার সাদা পোশাকে বাংলাদেশের স্কোয়াডে ফিরেছিলেন। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ফেরার ম্যাচে খেলেছেন ক্যারিয়ার সেরা অপরাজিত ১৫০ রানের ইনিংসও। তবে ৫০ তম টেস্ট খেলতে নামা মাহমুদউল্লাহ টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে চলেছেন।
View this post on Instagram
দলের বিশ্বস্ত সূত্রের খবর সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে চাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, দলীয় মিটিংয়ে তেমনটিই রিয়াদ জানিয়েছেন বলে খবর। যেহেতু সিরিজ চলমান, সেহেতু বোর্ড সভাপতির সবুজ সংকেত আসলেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
২০০৯ সালের ৯ জুলাই কিন্সটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মাহমুদউল্লাহ রিয়াদের। হারারে টেস্টের আগে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে, পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে।
আজ অব্দি ৫০ টেস্টের ৯৪ ইনিংসে ব্যাট করে ২৯১৪ রান করেছেন মাহমুদউল্লাহ। ১৬ ফিফটির সঙ্গে আছে ৫ সেঞ্চুরি। গড়টা ৩৩.৪৯।
৬৫ ইনিংসে মোট ৫৬৬.৩ ওভার বল করে রিয়াদ উইকেট নিয়েছেন ৪৩ টি। ইনিংসে একবার নিয়েছেন ৫ উইকেট, ম্যাচে সর্বোচ্চ ৮ উইকেট ১১০ রান খরচে।
Tags: মাহমুদউল্লাহ রিয়াদ