

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২১ আসরের সূচি বদলে গেছে। ২৯ জুলাই থেকে শুরু হবার কথা হলেও এলপিএল শুরু হবে নভেম্বরে।
এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে এলপিএলের এবারের আসর ১৯ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১২ ডিসেম্বর।
The Lanka Premier League 2021, @LPLT20 which was expected to commence on the 29th July 2021, has been rescheduled to be held from 19th November to 12th December 2021.#LPL2021 https://t.co/WjMPflFKjc
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) July 9, 2021
লঙ্কা প্রিমিয়ার লিগের গভর্নিং কাউন্সিল মনে করছে সূচিতে বদল আনাতে আরও বেশি ওভারসিজ খেলোয়াড়ের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
এর আগে এলপিএলের প্রথম আসরে বাংলাদেশী কোন ক্রিকেটার অংশ নেয়নি। এবার ড্রাফটের আগে আগ্রহ প্রকাশ করেছেন মোট ৭ জন। যা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
এলপিএল ড্রাফটে আছেন যারা-
বাংলাদেশ- সাকিব আল হাসান, মোহাম্মদ মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস ও সৌম্য সরকার।
অস্ট্রেলিয়া- বেন কাটিং, জেমস ফকনার, উসমান খাজা, বেন ডাঙ্ক, কালাম ফার্গুসন।
ওয়েস্ট ইন্ডিজ- নিকোলাস পুরান, শেরফানে রাদারফোর্ড, রবি রামপাল, শেলডন কটরেল, রায়াদ এমরিট, ডোয়াইন স্মিথ, দীনেশ রামদিন, জনসন চার্লস ও রবম্যান পাওয়েল।
পাকিস্তান- হারিস সোহেল, ওয়াকাস মাকসুদ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান, শোয়েব মাকসুদ, শান মাসুদ, আনোয়ার আলি ও আহমেদ বাট।
দক্ষিণ আফ্রিকা- টেম্বা বাভুমা, রাইলি রুশো, জন জন ট্রেভর স্মাটস, মরনে মরকেল, র্যাসি ভ্যান ডার ডুসেন, কেশব মহারাজ, তাব্রাইজ শামসি ও হারদুস ভিলজয়েন।
নিউজিল্যান্ড- মিচেল ম্যাকলেনাগান।
জিম্বাবুয়ে- ব্রেন্ডন টেইলর।
নেপাল- স্বন্দ্বীপ লামিচানে।
যুক্তরাষ্ট্র- আলি খান।
ভারত- ইউসুফ পাঠান, ইরফান পাঠান।
আফগানিস্তান- আসগর আফগান, মোহাম্মদ শেহজাদ, নাজিবউল্লাহ জাদরান, নাভিন উল হক, উসমান শিনওয়ারি, রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, নাভিন উল হক ও কায়েস আহমেদ।