

বিনা বেতনে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সাথে কাজ করবেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। চলতি বছরের অক্টোবর থেকে একজন পরামর্শক হিসেবে দলের দায়িত্ব নেবেন তিনি।
আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যেই দলের সাথে কাজ করার জন্য নিজেকে মনস্থির করছেন জয়াবর্ধনে।
জয়াবর্ধনের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার ক্রিকেট টেকনিকাল কমিটির চেয়ারম্যান অরবিন্দ ডি সিলভা।
অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফের সাথে জয়াবর্ধনেও একযোগে কাজ করবেন।
বর্তমানে দেশের বাইরে আছেন তিনি। সেপ্টেম্বরে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হওয়ার পর তিনি দেশে ফিরবেন। আইপিএলে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদে আছেন।
অনূর্ধ্ব-১৯ দলের সাথে কয়েক মাস কাজ করবেন বলে আশা করা যাচ্ছে।
টেকনিকাল কমিটিকে জয়াবর্ধনে জানিয়েছেন, তিনি বিনা বেতনে দলের সাথে কাজ করবেন।
নিউজওয়্যারের সূত্র থেকে জানা যায়, এ বছরের শেষে দুবাইয়ে যুব এশিয়া কাপে অংশ নিবে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দল।