

হারারে টেস্টের দ্বিতীয় দিন জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানির সাথে বাগ বিতন্ডায় জড়ান বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তাসকিন আহমেদ। মুজারাবানির সাথে তাসকিনের কথা কাটাকাটির সূত্রপাত ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। দিন শেষে তাসকিন জানালেন মুজারাবানির গালির জবাবই দিতে চেয়েছেন কেবল।
৮৫তম ওভারে মুজারবানির দেওয়া শর্ট বল ছেড়ে দিয়ে কিছুটা নাচের ভঙ্গি করেন তাসকিন। আর তাতেই রেগে যান মুজারাবানি, এক পর্যায়ে তাসকিনের সাথে কথা কাটাকাটিও হয়। তাসকিনের হেলমেটে মুখ ঠেকিয়ে কিছু বলতে যান মুজারাবানি।
Now this is something!
Muzarabani and Taskin get into each other’s faces!
🎥 Rabbitholebd #ZIMvBAN #BANvZIM #Cricket pic.twitter.com/mJmR8QfpFI
— Shihab Ahsan Khan (@shihabahsankhan) July 8, 2021
তবে দিন শেষে সংবাদ সম্মেলনে টাইগার পেসার তাসকিন জানালেন প্রকৃত পক্ষে কি হয়েছিল মাঠে।
তাসকিন বলেন, ওরা (জিম্বাবুয়ে বোলাররা) আমাকে আক্রমণ করার চেষ্টা করছিল। বাউন্সার মারার চেষ্টা করছিল। ভালো জায়গায় বল করছিল। আমি ভালো সামলাচ্ছিলামও। বিরক্ত হয়ে বেশ কয়েকবার গালিও দিয়েছে। তৃতীয়বার যখন গালি দিয়েছিল, তখন আমিও তেড়ে গিয়েছিলাম। বলছিলাম, ‘আমাকে কেন গালি দিচ্ছ, বল দিয়ে পারলে কিছু কর?’ এটাই। আর কিছু না (হাসি)।’
উল্লেখ্য, মাহমুদউল্লাহ রিয়াদের সাথে ৯ম উইকেটে ১৯১ রানের জুটি গড়েন তাসকিন। ব্যাটিং করা পুরো সময়টায় একবারও মনে হয়নি লেজের ব্যাটসম্যান। মারার বলে খেলেছেন নান্দনিক সব শট, এর বাইরে দুর্দান্ত সমর্থন দিয়েছেন সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহকে। খেলেছেন ১৩৪ বলে ৭৫ রানের ইনিংস।