

স্টেফানি টেইলরের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তান নারী দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিকরা জয় পায় ৫ উইকেটের ব্যবধানে।
ম্যাচে বোলিং ও ব্যাটিং উভয় ক্ষেত্রেই সেরা খেলোয়াড় ক্যারিবিয়ান অধিনায়ক টেইলর। প্রথমে বোলিংয়ে ১০ ওভারে মাত্র ২৯ রানে নিয়েছিলেন ৩ উইকেট। এরপর ব্যাটিংয়ে এসে পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম এবং ক্যারিয়ারে ৬ষ্ঠ সেঞ্চুরি আদায় করে নেন।
১১৬ বলের ইনিংসে ১১টি চার ও ২টি ছয়ের মারে ১০৫ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। স্বভাবতই ম্যাচ সেরার পুরস্কার যায় এ অভিজ্ঞ অলরাউন্ডারের কাছে।
টেইলরের অধিয়ানকোচিত ইনিংসের উপর ভর করে ১৩ বল হাতে রেখে জয় পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। চেডিন নেশন ২৩ এবং ব্রিটনি কুপার ১৭ রানে অপরাজিত থাকেন।
পাকিস্তানের পক্ষে সাদিয়া ইকবাল ২টি উইকেট পান।
ওর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিদা দারের হাফ সেঞ্চুরিতে পাকিস্তান ৯ উইকেটে ২০৯ রান করে। নিদা দার ৫৫ এবং ওপেনার আয়েশা জাফর ৪৬ রান করেন। এছাড়া অপর ওপেনার মুনিবা আলি ৩৬ রান করেন।
ক্যারিবিয়ানদের পক্ষে টেইলরের ৩ উইকেট ছাড়াও আনিসা মোহাম্মদ ২টি উইকেট নেন।
সিরিজের ২য় ওয়ানডে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৯ জুলাই।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তান নারী দলঃ ২০৫/৯ (৫০), মুনিবা ৩৬, আয়েশা ৪৬, জাভেরিয়া ৫, ওমাইমা ১৫, নিদা ৫৫, আলিয়া ১২, সিদ্রা ৩, সানা ৯, ডায়ানা ৭, নাশ্রা ২*, সাদিয়া ১*; কনেল ১০-০-৩৭-১, সেলমান ৯-০-৪৬-১, ইসাক ৪-০-২২-০, ম্যাথুস ৭-০-৩৭-০, টেইলর ১০-০-২৯-৩, আনিসা ১০-০-৩১-২
ওয়েস্ট ইন্ডিজ নারী দলঃ ২০৯/৫ (৪৭.৫), ম্যাথুস ১৬, কাইসোনা ৮, কাইসিয়া ১৯, টেইলর ১০৫*, ডটিন ৯, নেশন ২৩, কুপার ১৭*; ডায়ানা ৮.৫-১-৩৪-১, সানা ৭-০-৩৫-১, নিদা ১০-২-৩৪-১, নাশ্রা ৯-০-৪২-০, সাদিয়া ১০-২-৪৭-২, ওমাইমা ৩-০-১১-০
ফলাফলঃ ওয়েস্ট ইন্ডিজ নারী দল ৫ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ স্টেফানি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ নারী দল)।