

আইসিসির সাসপেন্ডেড প্রধান নির্বাহী মানু সোহনির ভাগ্য নির্ধারণ হতে পারে আজ। আজ বসছে আইসিসির জরুরি বোর্ড সভা।
মার্চ মাসে বেশ কয়েকটি অভিযোগের তীর মানু সোহনির দিকে ধেয়ে আসলে তাকে সাসপেন্ড করা হয়। মূলত অডিট সংস্থা প্রাইস ওয়াটার হাউজ কুপার্সের (পিডব্লিউসির) তদন্তের পরই এই ভারতীয়কে ছুটিতে পাঠানো হয়। যদিও শুরু থেকেই সব অভিযোগ মিথ্যা দাবি করে আসছেন এই ভারতীয়।
আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বোর্ডের জরুরি সভা ডেকেছেন। যে সভায় অন্যতম এজেন্ডা হবে মানু সোহনির সাসপেনশন।
সোহনি ২০১৯ সালে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার প্রধান নির্বাহী হিসেবে ডেভ রিচার্ডসনের স্থলাভিষিক্ত হন। যখন সংস্থাটির চেয়ারম্যানের পদে ছিলেন আরেক ভারতীয় শশাঙ্ক মনোহর।
অডিট সংস্থার (পিডব্লিউসি) প্রতিবেদন অনুসারে মানু সোহনি তার কর্মচারীদের সাথে অগ্রহণযোগ্য বাজে আচরণ করেছেন। এমনকি সিঙ্গাপুরের তার আগের কর্মস্থলেও একই কারণে অভিযুক্ত করা হয়। তদন্ত চলাকালীন দুবাইতে আইসিসির হেড কোয়ার্টারে কর্মরত ৯০ ভাগের বেশি কর্মচারী তার বিরুদ্ধে বাজে ব্যবহারের অভিযোগ করেন।
প্রতিবেদন অনুসারে আরও জানা যায় সোহনি তার কার্যক্ষমতায় স্বৈরাচারী মানসিকতা রাখতেন। যা পূর্বে একই পদে থাকা ডেভ রিচার্ডসনের কর্ম পন্থার সাথে কোনভাবেই মিল ছিল না। বিষয়টি অন্যানও কর্মীরা ভালোভাবে গ্রহণ করেননি।
এর আগে সিঙ্গাপুর স্পোর্টস হাবে কাজ করেছেন মানু সোহনি। তারও আগে ইএসপিএন স্টার স্পোর্টসের সিঙ্গাপুর প্রধান হয়ে কাজ করেছেন ১৭ বছর।