

যুক্তরাজ্যে বায়ো বাবল প্রটোকল ভেঙে শাস্তি পেয়েছিলেন তিন লঙ্কান ক্রিকেটার। কুশল মেন্ডিস, ধানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকওয়েলাকে নিষিদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র থেকে কোন কাল ক্ষেপণ না করে শ্রীলঙ্কায় ফিরিয়ে এনেছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
বায়ো বাবলের বাইরে পাবলিক প্লেসে মেন্ডিস ও ডিকওয়েলার এক ভিডিও টুইটারে ভাইরাল হয়। যা আমলে নিয়ে তদন্ত করে শ্রীলঙ্কা ক্রিকেট। প্রাথমিক তদন্ত শেষে প্রভিশনাল এক শাস্তি দেওয়া হয় তিন ক্রিকেটারকে।
2 members of the Sri Lankan squad out in Durham last night even though the city was out of bounds as COVID cases have been high. 2 weeks isolation plus a fine by UK government coming up #ENGvSL pic.twitter.com/NTNWqigDPV
— Saj Sadiq (@Saj_PakPassion) June 28, 2021
আজ (৭ জুলাই) এসএলসি জানিয়েছে এই ঘটনার আরও বিস্তারে তদন্ত করতে তারা ৫ সদস্যের প্যানেল গঠন করেছেন। কুশল মেন্ডিস, ধানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকওয়েলার আচরণ খুটিয়ে দেখতে যারা আছেন প্যানেলে-
১. বিচারপতি নিমাল দিশ্যনায়াকা (শ্রীলঙ্কা সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি)
২. পান্দুকা কির্তীনন্দ (অ্যাটর্নী অ্যাট ল)
৩. আসেলা রেকাবা (অ্যাটর্নী অ্যাট ল)
৪. উচিতা বিক্রমাসিংহে (অ্যাটর্নী অ্যাট ল) ও
৫. অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম.আর.ডব্লিউ ডি জয়সা।
তদন্ত শেষ না হওয়া অব্দি এই ৩ ক্রিকেটার সবধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকবেন।
SLC has appointed a 05 Member Panel to inquire into the alleged misconduct of 3 players, namely Kusal Mendis, Dhanushka Gunathilake, and Niroshan Dickwella. The Panel is contd below.
— Roshan Abeysinghe (@RoshanCricket) July 7, 2021
The panel members appointed,
1. Justice Nimal Dissanayaka (Retd Judge of the Supreme Court of Sri Lanka)
2. Mr. Panduka Keerthinanda, Attorney-at-Law
3. Mr. Asela Rekawa, Attorney-at-Law
4. Mr. Uchitha Wickremasinghe, Attorney-at-Law
5. Major General (Retd) M.R.W. De Zoysa— Roshan Abeysinghe (@RoshanCricket) July 7, 2021