

অ্যাঞ্জেলো ম্যাথুস নিশ্চিতভাবেই শ্রীলঙ্কা ক্রিকেটের বড় এক নাম, অনেকের চোখে কিংবদন্তি। তবে লঙ্কান ক্রিকেট আকাশের এই তারা নিভে যাচ্ছে। লঙ্কান গণমাধ্যমের খবর অ্যাঞ্জেলো ম্যাথুস আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের অবসান ঘটাতে চলেছেন।
শ্রীলঙ্কা ক্রিকেটের বরাত দিয়ে লঙ্কান গণমাধ্যম খবর প্রকাশ করেছে এই মর্মে যে ৩৪ বছর বয়সী ম্যাথুস অবসরের ইস্যু নিয়ে বোর্ডের সঙ্গে আলাপ করছেন। এবং তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আগামী কয়েকদিনের মধ্যে।
Last of the Sri Lankan legends. In deed very sad news. @Angelo69Mathews https://t.co/s8IR82VH2K
— Roshan Abeysinghe (@RoshanCricket) July 7, 2021
এই খবর প্রকাশের পর শ্রীলঙ্কা ক্রিকেট এক সংবাদ বিজ্ঞপ্তি দেয়। সেখানে তারা জানায় ভারতের বিপক্ষে সিরিজের জন্য নির্বাচকদের বাছাই করা ৩০ জনের মধ্যে ২৯ জন ট্যুর চুক্তিতে স্বাক্ষর করেছেন।
তবে নির্বাচকদের সুনজর পাওয়া অ্যাঞ্জেলো ম্যাথুস নিজেকে জাতীয় দলের দায়িত্ব থেকে দূরে রাখতে অনুরোধ করেছেন লঙ্কান বোর্ডকে। এক্ষেত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তিনি।
SLC wishes to announce that 29 out of the 30 members nominated by the Selectors for Series Vs India have signed the Tour Contract. Mathews, who was included in the 30-member squad, requested SLC to relieve him from National Duties, owing to personal reasons,until further notice.
— Roshan Abeysinghe (@RoshanCricket) July 7, 2021