

আজ সাপ্তাহিক হালনাগাদ করা হয়েছে আইসিসি র্যাংকিং। টি-টোয়েন্টি ফরম্যাটে রদবদল হয়েছে ক্রিকেটারদের অবস্থানে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ্জে ২৫৫ রান করে ৯ ধাপ এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক, আছেন ১৩ নম্বরে।
বোলারদের মধ্যে ডি ককের স্বদেশী জর্জ লিন্ডে ৩০ ধাপ এগিয়ে এসেছেন ৪৩ নম্বরে। ২৫ ধাপ এগিয়ে ৫৬ নম্বরে আছেন লুঙ্গি এনগিডি।
ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস ১ ধাপ এগিয়ে আছেন ৯ নম্বরে। তার স্বদেশী নিকোলাস পুরান ২০ ধাপ এগিয়ে আছেন ৮৭ নম্বরে। ১৫ ধাপ এগিয়ে ৯৯ নম্বরে আছেন শিমরন হেটমেয়ার।
অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো বোলারদের র্যাংকিংয়ে ৯৫ থেকে ৪৪ নম্বরে উঠে এসেছেন। ওবেদ ম্যাককয় ৬৫ ধাপ এগিয়ে আছেন ৫৩ নম্বরে।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির সেরা ১০ ব্যাটসম্যান-
১. ডেভিড মালান (ইংল্যান্ড)- ৮৮৮
২. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৮৩০
৩. বাবর আজম (পাকিস্তান)- ৮২৮
৪. ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)- ৭৭৪
৫. ভিরাট কোহলি (ভারত)- ৭৬২
৬. লোকেশ রাহুল (ভারত)- ৭৪৩
৭. গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)- ৬৯৪
৮. র্যাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)- ৬৯২
৯. এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)- ৬৮৯
১০. মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ৬৮৮
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির সেরা ১০ বোলার-
১. তাব্রাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)- ৮২১
২. রাশিদ খান (আফগানিস্তান)- ৭১৯
৩. অ্যাশটন অ্যাগার (অস্ট্রেলিয়া)- ৭০২
৪. আদিল রশিদ (ইংল্যান্ড)- ৬৯৫
৫. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ৬৯৩
৬. মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৬৮৭
৭. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ৬৬৯
৮. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ৬৬৩
৯. ইশ সোধি (নিউজিল্যান্ড)- ৬৪০
১০. মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)- ৬১৬
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির সেরা ৫ অলরাউন্ডার-
১. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ২৮৫
২. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২৩৮
৩. গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)- ২২৬
৪. রিচার্ড বেরিংটন (স্কটল্যান্ড)- ১৯৪
৫. গ্যারেথ ডেলানি (আয়ারল্যান্ড)- ১৭০।