

২০১৩ সালের এপ্রিলে জিম্বাবুয়ের মাটিতে শেষবার টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। সেযাত্রায় মুশফিকুর রহিমের দল ২ ম্যাচের সিরিজ ড্র করেছিল ১-১ ব্যবধানে। ৮ বছর বাদে আজ মুমিনুল হকের নেতৃত্বাধীন দল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে সাদা পোশাকে।
হারারে স্পোর্টস ক্লাবে একমাত্র টেস্টে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
TOSS UPDATE: @BCBtigers have won the toss and will bat first#ZIMvBAN | #IspahaniTest | #IspahaniCricketSeries | #VisitZimbabwe | #BowlOutCovid19 pic.twitter.com/8xNYjsEHT2
— Zimbabwe Cricket (@ZimCricketv) July 7, 2021
একাদশে তামিম ইকবাল না থাকলেও আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। পেসার হিসাবে আছেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেন চৌধুরী।
জিম্বাবুয়ের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে তাকুজওয়ানাশে কাইতানো ও ডিওন মায়ের্স এর।
বাংলাদেশ একাদশঃ
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন চৌধুরী।
জিম্বাবুয়ে একাদশঃ
তাকুজওয়ানাশে কাইতানো (অভিষেক), মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), ডিওন মায়ের্স (অভিষেক), টিমিসেন মারুমা, রয় কায়া, রেজিস চাকাবভা (উইকেটরক্ষক), ডোনাল্ড টিরিপানো, ভিক্টর নিয়াউচি, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।