

জয় দিয়েই সফর শুরু করতে চায় বাংলাদেশ দল। সাদা পোশাকে সাকিব ফেরায় বড় প্রাপ্তি মুমিনুল হকের দলের। সাত ব্যাটসম্যান ও তিন পেসার নিয়ে একমাত্র টেস্টের সেরা একাদশ সাজানোর পরিকল্পনা টাইগার টিম ম্যানেজমেন্টের। তবে সংশয় ইনজুরিতে থাকা তামিম ইকবালের খেলা নিয়ে। উইকেট দেখে আসবে মাহমুদউল্লাহ রিয়াদকে খেলানোর সিদ্ধান্ত; জায়গা হারাতে পারেন মিরাজ।
ইনজুরির কারণে হারারে টেস্টে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের খেলা নিয়ে রয়েছে সংশয়। তবে ম্যাচের আগ পর্যন্ত তামিমের জন্য অপেক্ষায় থাকবে দল। যদি শেষ পর্যন্ত তামিম না’ই খেলেন তবে ওপেনিংয়ে সাইফ হাসানের সঙ্গী হবেন সাদমান ইসলাম। তিন নম্বর পজিশনে নাজমুল হোসেন শান্ত। এরপর অধিনায়ক মুমিনুল হক।
সাকিবের ফেরা বাংলাদেশের জন্য স্বস্তি। প্রস্তুতি ম্যাচে সাকিব আল হাসান দেখিয়েছেন অলরাউন্ড নৈপুণ্য। ব্যাট হাতে ৫৬ বলে ৭৪ রানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের পর বল হাতেও যৌথভাবে সর্বোচ্চ তিন উইকেট।
এরপর যথাক্রমে মুশফিকুর রহিম ও লিটন দাস। তবে মেহেদী হাসান মিরাজের একাদশে থাকা নির্ভর করবে হারারের উইকেট ও কন্ডিশন বিবেচনায়। পেসবান্ধব বাউন্সি উইকেট হলে স্পিনার হিসাবে মিরাজকে না খেলিয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদকে একাদশে জায়গা দিতে পারে টিম ম্যানেজমেন্ট। দীর্ঘসময় পর জিম্বাবুয়ে সফরের টেস্ট স্কোয়াডে যুক্ত হয় মাহমুদউল্লাহ রিয়াদ খেললে একজন বাড়তি ব্যাটসম্যানের সুবিধা পাবে বাংলাদেশ দল।
তিন পেসার নিয়ে জিম্বাবুয়েকে চ্যালেঞ্জ জানাতে চায় বাংলাদেশ। তাসকিন আহমেদ ও আবু জায়েদ চৌধুরী রাহির সঙ্গে পেস আক্রমণে থাকবেন তরুণ শরিফুল ইসলাম।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-জিম্বাবুয়ের মাঠের পারফরম্যান্সে দূরত্ব বেড়েছে বেশ। বাংলাদেশের কাছে আত্মসমর্পণই নিয়ম হয়ে দাঁড়িয়েছে জিম্বাবুয়ের জন্য। দুই দলের মুখোমুখি ১৭ টেস্টে জয় সমানে সমান (৭ টি করে)। তবে সর্বশেষ ১০ দেখায় ৬ বারই জিতেছে বাংলাদেশ।
বুধবার (৭ জুলাই) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ
তামিম ইকবাল/সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক) মেহেদী হাসান মিরাজ/মাহমুদউল্লাহ রিয়াদ, আবু জায়েদ চৌধুরী রাহি, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশঃ
কেভিন কাসুজা, তাকুজওয়ানাশে কাইতানো, রেজিস চাকাবভা (উইকেটরক্ষক), ব্রেন্ডন টেইলর (ভারপ্রাপ্ত অধিনায়ক), মিল্টন শুম্বা, জয়লর্ড গুম্বি/ডিয়ন মায়ের্স, ডোনাল্ড টিরিপানো, রয় কায়া, রিচার্ড এনগারাভা, টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি।