

টেস্ট ফরম্যাটে বাংলাদেশের বহাল দশার সর্বশেষ নজির টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা। ৯ দলের অংশ গ্রহণের এই টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পয়েন্ট ২০, যেখানে ৮ম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের ১৯৪! ৭ ম্যাচে সাকূল্যে এক ড্রয়ের বিপরীতে বাংলাদেশের হার ৬ টিতে। তবে আগামী দুই বছরের মধ্যে টেস্টে ভালো অবস্থানে যেতে এখন থেকেই ঘরোয়া লঙ্গার ভার্সন ঢেলে সাজাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সাইকেল শুরু হচ্ছে আগামী আগস্ট থেকেই। তবে এই সাইকেলি যে বাংলাদেশ রীতিমত দুর্দান্ত পারফরম্যান্স করে ফেলবে এমন আশার বানী শোনাননি জাতীয় দলের প্রধান নির্বাচক। তবে স্বপ্ন দেখালেন অন্তত ঘরোয়া কাঠামো ঠিক করে দুই বছর পর একটা পর্যায়ে নিতে চান লাল বলের বাংলাদেশ দলকে।
View this post on Instagram
আজ (৬ জুলাই) মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘আমরা লঙ্গার ভার্সন নিয়ে একটা চিন্তা-ভাবনা, প্ল্যান করেছি। এই সেপ্টেম্বর থেকে… কোভিডটা যদি একটু নরমাল হয় তাহলে আগামী মৌসুম থেকে ভালো একটা শুরু করতে চাই।’
‘লঙ্গার ভার্সনটাকে এমনভাবে সাজাতে চাই যেটা আগামী দুই বছরের মধ্যে টেস্টটা ভালো অবস্থানে যাবে। আমাদের সিলেক্টর প্যানেল থেকে এতদিনের অভিজ্ঞতা নিয়ে প্রপোজাল দিয়েছি। ওভাবে আগাতে পারলে, রেড বল ক্রিকেটটাকে ভালো অবস্থানে নিতে পারব।’
প্রয়োজনে ঘরোয়া লঙ্গার ভার্সনেই হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক ম্যাচ আয়োজনের পরিকল্পনাও আছে, ‘এটা (প্ল্যান) আমরা দিচ্ছি, কয়েকদিনের মধ্যে বোর্ডে জমা দেবো। সবকিছু মিলিয়ে বিভাগীয় দলগুলোকে যাতে বাধ্যতামূলক করা যায়…হোমে যদি আমি একটা ম্যাচ খেলি অ্যাওয়েতে আরেকটা…অনেকগুলো প্লেয়ার এই লঙ্গার ভার্সনে যুক্ত হবে। এটা হলে রেড বল ক্রিকেটের গোড়াটা অনেক শক্ত হবে।’