

ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন গতকাল (সোমবার) প্রথম শ্রেণির ক্রিকেটে ১,০০০ উইকেটের মালিক হয়েছেন। চলমান কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের হয়ে কেন্টের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন তিনি।
৩৯ পূর্ণ করতে চলা অ্যান্ডারসন বিশ্বের ২১৬ তম বোলার যিনি কিনা প্রথম শ্রেণির ক্রিকেটে একহাজারি ক্লাবের সদস্য হয়েছেন।
২৬১ ম্যাচে ৯৯৫ উইকেট নিয়ে কেন্টের বিপক্ষে মাঠে নেমেছিলেন অ্যান্ডারসন। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুরুর দিনেই ১০০০ এর গন্ডি পার করেন তিনি। বল হাতে ছিলেন বিধ্বংসী।
১০ ওভার বল করে ১৯ রান খরচে তুলে নেন ৭ উইকেট। একে একে ফেরান জ্যাক ক্রলি, জরদান কক্স, ওলি রবিনসন, জ্যাক লেনিং, হেইনো কুন, ম্যাট মিলনেস, হ্যারি পডমোরকে।
হেইনো কুন হন অ্যান্ডারসনের ১০০০ তম শিকার।
1️⃣0️⃣0️⃣0️⃣ first-class wickets @jimmy9 👏
Anderson has taken a 5-fer in 7 overs 🐐
Watch Anderson bowl here 👉 https://t.co/uJK9OLMTgs pic.twitter.com/j2535JaiAP
— LV= Insurance County Championship (@CountyChamp) July 5, 2021
২১ শতকে অভিষেক হয়ে ১০০০ প্রথম শ্রেণির উইকেট পাওয়া প্রথম বোলার অ্যান্ডারসন। রেকর্ড গড়ার দিনে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সেরা বোলিং ফিগারের দেখা পেয়েছেন। এর আগে ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪২ রান খরচে ৭ উইকেট পেয়েছিলেন। সেম্যাচে পূর্ণ করেছিলেন ৫০০ টেস্ট উইকেট।