

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বাংলাদেশের। তবে জিম্বাবুয়ে পৌঁছে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ শেষেও হারারের উইকেট দেখতে পারেনি বাংলাদেশ। ম্যাচের দুইদিন আগেও উইকেট দেখার সুযোগ না পেয়ে হতাশ টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো, জড়িয়েছেন গ্রাউন্ডসম্যানের সাথে বাগ বিতন্ডায়ও।
আজ (৫ জুলাই) বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় টাইগার কোচ বলেন, ‘দূর্ভাগ্যজনকভাবে গ্রাউন্ডসম্যানরা আমাদের এখনও উইকেট দেখতে দেয়নি। তারা দেখতে দিচ্ছে না। আজ দুপুরে তাদের সাথে আমাদের বিতর্কও হয়েছে যে কেনো সে আমাদের উইকেট দেখতে দিবেনা? আজ অথবা কাল যখন উইকেট দেখব, তখন বোলিং আক্রমণ সাজানো নিয়ে আরও ধারণা পাব আমরা।’
বাংলাদেশ দলের সাথে প্রথম আসলেও দক্ষিণ আফ্রিকার কোচ ভূমিকায় এর আগেও জিম্বাবুয়ের হারারে গিয়েছেন রাসেল ডোমিঙ্গো। এবার এখনো হারারের উইকেট দেখা না হলে পূর্ব অভিজ্ঞতা থেকে একটা ধারণা ঠিকই দিয়ে রাখলেন।
তার মতে হারারেতে টেস্ট খেলতে হলে ধৈর্যের বিকল্প নেই। ব্যাটিং বান্ধব উইকেট হবে বলে ধারণা টাইগার কোচের, উইকেট পেতে বোলারদের করতে হবে অপেক্ষা।
তিনি বলেন, ‘হারারেতে খেলার জন্য ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়। আমি কয়েকবার এসেছি এখানে। স্কোরিং রেট এখানে খুবই বেশি। ব্যাটিং বা বোলিং, যেটাই করুন না কেন, লম্বা সময় ধরে চাপ ধরে রাখতে হবে- উইকেট পাওয়ার জন্য। এই ভেন্যুতে এমন হবে না যে ব্যাটিং লাইন-আপের ওপর চড়াও হলেন বা ৩৫০ রান তুলে ফেললেন।’
‘‘হার্ড অ্যাট্রিশনাল’ ক্রিকেট খেলতে হবে। তারা খুবই স্মার্ট। আমাদের নিশ্চিত করতে হবে যাতে ধৈর্য ধরি, ডিসিপ্লিনড থাকি, সুযোগ আসলে সেসব কাজে লাগাই। সুযোগ সবসময় আসবে না এ ধরণের উইকেটে, আসলে যাতে নিতে পারি সেটি নিশ্চিত করতে হবে।’