

বাংলাদেশকে টপকে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলের শীর্ষে ফিরল ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেই ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় এগিয়ে গেল ইংলিশরা। প্রথম দুই ম্যাচ জেতায় ২০ পয়েন্ট পেয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা; বৃষ্টিতে পরিত্যক্ত শেষ ওয়ানডেতে এসেছে ৫। তাই সবমিলিয়ে ৬৫ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বর জায়গা দখল করেছে ইংল্যান্ড।
প্রথম দুই ম্যাচ জেতায় ২০ পয়েন্ট পেয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই তারা নিশ্চিত করেছে সিরিজ জয়। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে বৃষ্টিতে গড়ায়নি। তাতে বিশ্বকাপ সুপার লিগের শেষ ম্যাচের ১০ পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল।
ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে মোট ২৫ পয়েন্ট সংগ্রহ করে। ফলে তারা সুপার লিগ টেবিলে বাংলাদেশকে পিছনে ফেলে ১ নম্বরে ওঠে আসে। ১২ ম্যাচে ৬ জয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৬৫ পয়েন্ট।
সুপার লিগে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৫ জয়ে এসেছে বাংলাদেশের ৫০ পয়েন্ট। ইংলিশদের চেয়ে ১৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে বাংলাদেশ। ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের পরের সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে।
পাকিস্তান ৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। অস্ট্রেলিয়া ৬টি ম্যাচ খেলে ৪ জয় পেয়ে আছে চার নম্বরে। ৩ ম্যাচের ৩টিতেই জেতা নিউজিল্যান্ড আছে তালিকার পাঁচে। সমান ম্যাচে সমান জয় নিয়ে ছয়ে আফগানিস্তান।
সুপার লিগের পয়েন্ট তালিকার সাতে আছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারত ৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে। ভারতের পরেই নেদারল্যান্ডসের অবস্থান। ১০ নম্বর অবস্থানে আয়ারল্যান্ড। এরপর আছে যথাক্রমে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। আর দক্ষিণ আফ্রিকা আছে তালিকার একদম নিচে।
25 points from the #ENGvSL ODI series have consolidated England’s position at the top of the ICC Men’s @cricketworldcup Super League standings, powered by @MRFWorldwide 🌟
Full table ➡️ https://t.co/Ix1YWb7UYs pic.twitter.com/96Qxd1buQs
— ICC (@ICC) July 5, 2021
আগামী ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করতে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকার সেরা আট দলের মধ্যে থাকতে হবে।