

আগামী ৭ জুলাই থেকে শুরু হচ্ছে বাংলাদেশের মিশন জিম্বাবুয়ে। একমাত্র টেস্টটি শুরু হবে সেদিন। ২৭ জুলাই অব্দি এই টেস্ট ছাড়াও ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে হারারেতে। টেলিভিশন, ইউটিউব ও স্ট্রিমিং অ্যাপে বিশ্বজুড়ে দেখা যাবে খেলাগুলো।
আজ ব্রডকাস্টারের তালিকা প্রকাশ করেছে স্বাগতিক জিম্বাবুয়ে। বাংলাদেশের ৩ টি চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচগুলো।
যেভাবে দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ
জিম্বাবুয়ে- জেডবিসি টিভি
বাংলাদেশ- বাংলাদেশ টেলিভিশন, জি টিভি, টি স্পোর্টস
ভারত- ফ্যানকোড
যুক্তরাজ্য- ফ্রিস্পোর্টস
যুক্তরাষ্ট্র-কানাডা- উইলো টিভি
রেস্ট অব দ্য ওয়ার্ল্ড- র্যাবিটহোল স্পোর্টস
WHERE TO WATCH | Catch all the action live as @ZimCricketv face @BCBtigers in the Ispahani Cricket Series 2021 powered by Toffee – 1 Test (7-11 July), 3 ODIs (16, 18 & 20 July) and 3 T20Is (23, 25 & 27 July)!#ZIMvBAN | #IspahaniCricketSeries | #VisitZimbabwe | #BowlOutCovid19 pic.twitter.com/TGk8hOMXEQ
— Zimbabwe Cricket (@ZimCricketv) July 2, 2021
বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজের সূচিঃ
একমাত্র টেস্ট- ৭-১১ জুলাই, হারারে
১ম ওয়ানডে- ১৬ জুলাই, হারারে
২য় ওয়ানডে- ১৮ জুলাই, হারারে
৩য় ওয়ানডে- ২০ জুলাই, হারারে
১ম টি-টোয়েন্টি – ২৩ জুলাই, হারারে
২য় টি-টোয়েন্টি- ২৫ জুলাই, হারারে
৩য় টি-টোয়েন্টি – ২৭ জুলাই, হারারে।