

আগামী ৭ জুলাই থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট। এই টেস্টের জন্য আজ ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
শন উইলিয়ামসকে অধিনায়ক করে ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
এর আগেই বাংলাদেশ ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে। শুরুতে না থাকলেও পরে যুক্ত হন মাহমুদউল্লাহ রিয়াদ।
ইতোমধ্যে বাংলাদেশ টেস্ট দল হারারেতে পৌঁছে গেছে। একদিনের বিশ্রাম শেষে আজ (১ জুলাই) বাংলাদেশ সময় বেলা ৫ টা ৩০ থেকে প্রথমবার ট্রেনিংও করে। আগামীকালও একই সময়ে ট্রেনিং করবে টাইগাররা।
টেস্টের আগে টাইগাররা প্রস্তুতি ম্যাচ খেলবে, দুইদিনের প্রস্তুতি ম্যাচ শুরু হবে ৩ জুলাই।
জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াডঃ
রেজিস চাকাবভা, টেন্ডাই চাতারা, টেন্ডাই চিসোরো, টানাকা শিভাঙ্গা, ক্রেইগ আরভিন, জয়লর্ড গুম্বি, লুক জঙ্গে, কায়া রয়, তাকুজওয়ানাশে কাইতানো, কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ের্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড টিরিপানো ও শন উইলিয়ামস (অধিনায়ক)।
ANNOUNCEMENT | @ZimCricketv has named the following 20-man squad for the Ispahani Test Match, powered by Toffee, between Zimbabwe and Bangladesh scheduled for 7-11 July at Harare Sports Club . . .#ZIMvBAN | #OnlyTest | #IspahaniTest | #VisitZimbabwe | #BowlOutCovid19 pic.twitter.com/HJ3iHyRZq7
— Zimbabwe Cricket (@ZimCricketv) July 1, 2021
বাংলাদেশের টেস্ট স্কোয়াডঃ
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের জিম্বাবুয়ে টেস্ট সিরিজের সূচিঃ
একমাত্র টেস্ট- ৭-১১ জুলাই, হারারে।