

বাংলাদেশ ‘এ’ দলের সঠিক কোনো প্রক্রিয়া নেই লম্বা সময় ধরে। একটা দল গঠন করে সফরে পাঠানোতেই যেন দায়িত্ব শেষ হওয়া দাঁড়িয়েছে। ২০১৯ সালের পর কোনো ম্যাচই খেলেনি। তবে ‘এ’ দলের দেখভাল করা ক্রিকেট পরিচালনা বিভাগ বলছে করোনায় পিছিয়ে যেতে হয়েছে। যদিও করোনার আগে পরে কখনোই নির্দিষ্ট কাঠামোর মধ্যে ছিল না ‘এ’ দল। আশার কথা নানা বিতর্কের মাঝেও নিশ্চিত হয়েছে নভেম্বরে শ্রীলঙ্কা সফর।
‘এ’ দল ইস্যুতে ক্রিকেটাঙ্গন সরব হয়েছে বিসিবি ছায়া দল প্রকল্প হাতে নেওয়াতে। ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন ‘এ’ দলের কার্যক্রম ঠিকঠাকভাবে পরিচালিত হলে প্রয়োজন পড়তোনা ‘বাংলাদেশ টাইগার’ নামে ছায়া দলের। এদিকে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন সংবাদ মাধ্যমে জানান ‘এ’ দল দেখভালের দায়িত্বে থাকা ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের খামখেয়ালির কথা।
তবে আজ (৩০ জুন) মিরপুরে সংবাদ মাধ্যমের সাথে আলাপে আকরাম খান দিতে চাইলেন পালটা যুক্তি। তার মতে গত ৮-৯ বছরে ১০০ এর বেশি ম্যাচ খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। করোনা পরিস্থিতির কারণে গত দেড় বছরের বেশি সময় কোন সিরিজ আয়োজন সম্ভব হয়নি। অবশ্য পরিসংখ্যান ঘেঁটে আকরামের দেওয়া তথ্যের মিল পাওয়া যায়নি খুব একটা।
আকরাম বলেন, ‘এটাতো ভুল ধারণা আপনাদের। আপনারা যে বললেন ‘এ’ দলের কোনো কার্যক্রম নেই। কোভিড সময়কালে কিন্তু শুধু ‘এ’ দল না, কোনো কিছুরই কার্যক্রম সেভাবে হচ্ছে না। আমাদের লাস্ট সিরিজ যেটা হয়েছিল ২০১৯ সালে, আমরা শ্রীলঙ্কা গিয়েছিলাম। তারপরেই কোভিড, এরপর তো যুব দল, এইচপি কেউই কিছুই করতে পারছিনা।’
‘গত ৮-৯ বছরে আমরা কিন্তু ২১ টির মত সিরিজ করেছি। ৮ টা হোমে, ১৩ টা বিদেশে খেলেছি। কোভিডের জন্য দুইটা সিরিজ করতে পারিনি। সাথে প্রায় ১২০ টার (মূলত ২০১২ সাল থেকে ৭৫ টি) মত ম্যাচ খেলেছি। ৪৫ টি লঙ্গার ভার্সন (মূলত ২০১২ সাল থেকে ১৭ টি) বাকি ৭৫ টি (মূলত ২০১২ সাল থেকে ৫৮ টি) আমরা লিমিটেড ওভারের খেলেছি। তো আমি মনে করি এটা অনেক।’
তবে সব ছাপিয়ে আশার বাণী শোনালেন আকরাম খান। ইতোমধ্যে নিশ্চিত হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের শ্রীলঙ্কা সফর। নভেম্বরের এই সফরে লঙ্গার ভার্সনের ক্রিকেটই বেশি চায় বিসিবি।
তিনি বলেন, ‘ গত ৪-৫ মাস থেকে আমরা অনেক চেষ্টা করছিলাম শ্রীলঙ্কায় আমাদের ‘এ’ দলের একটা ট্যুর করার জন্য। সম্প্রতি তারা আমাদের নিশ্চিত করেছে। নভেম্বরে ওরা আমাদের ডেট দিয়েছে। যদি আমাদের কোন ব্যস্ততা না থাকে তবে ‘এ’ দলের একটা ট্যুর করতে যাচ্ছি। বেশিরভাগই লঙ্গার ভার্সনে মনযোগ দিব।’