

তিন শ্রীলঙ্কান ক্রিকেটার- কুশল মেন্ডিস, ধানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকওয়েলাকে নিষিদ্ধ ঘোষণা করে অনতিবিলম্বে শ্রীলঙ্কায় ফিরিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। যুক্তরাজ্যে বায়ো বাবল প্রটোকল ভেঙে শাস্তি পেলেন এই তিন ক্রিকেটার।
বায়ো বাবলের বাইরে পাবলিক প্লেসে মেন্ডিস ও ডিকওয়েলার এক ভিডিও টুইটারে ভাইরাল হয়। যা আমলে নিয়ে তদন্ত করে শ্রীলঙ্কা ক্রিকেট। প্রাথমিক তদন্ত শেষে সিদ্ধান্তে আসে তারা।
2 members of the Sri Lankan squad out in Durham last night even though the city was out of bounds as COVID cases have been high. 2 weeks isolation plus a fine by UK government coming up #ENGvSL pic.twitter.com/NTNWqigDPV
— Saj Sadiq (@Saj_PakPassion) June 28, 2021
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএলসি লেখে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট জানাতে চায় যে, সহ অধিনায়ক কুশল মেন্ডিস, উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা ও ব্যাটসম্যান ধানুশকা গুনাথিলাকা অনতিবিলম্বে শ্রীলঙ্কা ফিরে যাবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হোটেলের বাইরে এই তিন ক্রিকেটারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর প্রাথমিক তদন্ত শেষে।’
This decision was taken following a preliminary inquiry conducted over a Video posted on Social Media in which the said three players can be seen outside their designated hotel.
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) June 28, 2021
‘৩ ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্ত শ্রিলঙ্কা ক্রিকেটের কার্যনির্বাহী কমিটি নিয়েছে এই ঘটনায় ম্যানেজারের রিপোর্টের ভিত্তিতে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবধরণের ক্রিকেট থেকে এই ৩ জন নিষিদ্ধ থাকবেন।’
The decision to recall the players was taken by the Executive Committee of Sri Lanka Cricket, based on the ‘Manager’s Report’ on the matter.
The three players will be suspended, from all forms of cricket, until the completion of the inquiry
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) June 28, 2021