

শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটসম্যান আভিষ্কা ফার্নান্দোর কোয়াড্রিসেপসে গ্রেড টু টিয়ার ধরা পড়েছে। যেকারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। কার্ডিফে দ্বিতীয় টি-টোয়েন্টির সময় এই ইনজুরি বাধান আভিষ্কা। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও একাদশে ছিলেন না তিনি।
এর আগে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিটনেস টেস্টে উতরাতে না পেরে ছিটকে গিয়েছিলেন আভিষ্কা।
🚨Player Update🚨
Avishka Fernando has sustained an injury to his right quadriceps (Grade 2 Tear).
Fernando suffered this injury while fielding during the 2nd T20i played against England at Cardiff.#ENGvSL pic.twitter.com/mnVcVJgsiP— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) June 27, 2021
আভিষ্কার অনুপস্থিতিতে একাদশে তার জায়গা নিতে পারেন ধানুশকা গুনাথিলাকা, ওশাদা ফার্নান্দো ও পাথুম নিসাঙ্কার মধ্যে কেউ।
টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজে ফিরে আসতে উদগ্রীব সফরকারী শ্রীলঙ্কা। যেখানে আভিষ্কার চিটকে যাওয়া এক বড় ধাক্কা।