

মুমিনুল হক এবং ইয়াসির আলি রাব্বির দুই হাফ সেঞ্চুরির কল্যাণে জয় দিয়ে এবারের ডিপিএল অধ্যায় শেষ করলো গাজী গ্রুপ ক্রিকেটার্স। সুপার লিগের শেষ রাউন্ডের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে তারা হারিয়েছে ৩৫ রানে।
শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৮৪ রান তোলে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৫ম উইকেটে মুমিনুল হক ও ইয়াসির আলি রাব্বির অবিচ্ছিন্ন ১১৩ রানের জুটিই দলকে বড় সংগ্রহ এনে দেয়।
৫৩ বলে ১১ চারে অপরাজিত ৭৮ রান করে ম্যাচ সেরার পুরস্কার আদায় করে নেন মুমিনুল। অন্যদিকে মাত্র ২৪ বলে ৪টি করে চার ও ছয়ের মারে ৫৬ রানে অপরাজিত থাকেন রাব্বি। এছাড়া মেহেদী হাসান ২৭ রান করেন।
শেখ জামালের জিয়াউর রহমান ২টি এবং এনামুল হক এনাম ও মিনহাজুল আবেদিন আফ্রিদি ১টি করে উইকেট পান।
জবাবে শেখ জামাল ১৮ ওভারে ১৪৯ রান করতে সবকটি উইকেট হারিয়ে বসে। সর্বোচ্চ ৪৫ রান ইমরুও কায়েসের। এছাড়া তানবীর হায়দার ২৯ ও জিয়াউর রহমান ২১ রান করেন।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের মহিউদ্দিন তারেক ৩টি এবং মেহেদী হাসান ও সঞ্জিত সাহা ১টি করে উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোরঃ
গাজী গ্রুপ ক্রিকেটার্সঃ ১৮৪/৪ (২০), মেহেদী ২৭, সৌম্য ৯, শাহাদাত ১১, মুমিনুল ৭৮*, মাহমুদউল্লাহ ১, ইয়াসির ৫৬*; নাসির ৪-০-২২-০, এনামুল ৪-০-৩৬-১, এবাদত ৪-০-৪৬-০, জিয়া ৪-০-৪০-২, শুভ ১-০-১১-০, আফ্রিদি ৩-০-২৭-১
শেখ জামাল ধানমন্ডি ক্লাবঃ ১৪৯/১০ (১৮), সৈকত ১, আশরাফুল ১৫, কায়েস ৪৫, নাসির ১৩, সোহান ৭, তানবীর ২৯, জিয়া ২১, এনামুল ০, শুভ ৮, এবাদত ০, আফ্রিদি ১*; নাসুম ৩-০-২৮-১, মেহেদী ৩-০-১৫-২, তারেক ২-০-২২-৩, সৌম্য ৩-০-২১-১, সঞ্জিত ৩-০-৩০-২, আরিফুল ৪-০-৩২-১
ফলাফলঃ গাজী গ্রুপ ক্রিকেটার্স ৩৫ রানে জয়ী
ম্যাচ সেরাঃ মুমিনুল হক (গাজী গ্রুপ ক্রিকেটার্স)।